• কলকাতায় পাচারের আগেই জলপাইগুড়িতে উদ্ধার কোটি টাকার বার্মা টিক
    দৈনিক স্টেটসম্যান | ২৭ জানুয়ারি ২০২৩
  • জলপাইগুড়ি ,২৭ জানুয়ারী ? বহুমূল্যবান বার্মা টিক পাচারের আগে প্রায় এক কোটি টাকার বার্মা টিক  উদ্ধার করল বেলাকোবা রেঞ্জের বন কর্মীরা।

     এই বার্মাটিক দিয়ে তৈরী হয় নানান আসবাবপত্র। যার চাহিদা প্রচুর। বৃহস্পতিবার রাতে বৈকুণ্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তর কাছে খবর আসে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে অসম থেকে কলকাতায় পাচার করা হবে প্রচুর পরিমাণ বার্মা টিক। সেই খবরের ভিত্তিতে গভীর রাতে রাজগঞ্জের পানিকৌড়ি এলাকায় নাকা চেকিং চালান রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত। নির্দিষ্ট খবরের ভিত্তিতে একটি ট্রাক ও একটি কন্টেইনার দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে প্রায় এক কোটি টাকার বার্মা টিক। সঙ্গে সঙ্গে গাড়ি দুটির চালককে গ্রেফতার করেন তারা।

    বন দফতরের আধিকারিকরা জানান, ধৃতদের জেরা করে তাঁরা জানতে পারেন, কলকাতায় সুনীল ও গোপাল ভালোটিয়ার কাছে কাঠগুলো পাচার করা হচ্ছিল। ট্রাক ও কন্টেইনার মিলে প্রায় এক কোটি টাকার কাঠ রয়েছে। ধৃত দুজনের একজনের বাড়ি কেরালা, অন্যজনের অন্ধ্রপ্রদেশ। তাদের নাম সাজি এন ও শঙ্কর গঙ্গা রাজু। শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)