• বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অসম সরকারের , গ্রেফতার ১৮০০
    দৈনিক স্টেটসম্যান | ০৩ ফেব্রুয়ারি ২০২৩
  • দিসপুর, ৩ ফেব্রুয়ারি? বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছে অসম সরকার। ১৪ বছর বয়সের নীচে কোনও মেয়েকে বিয়ে করলে সেই পাত্রের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হবে, সিদ্ধান্ত  হিমন্ত বিশ্ব শর্মার । আবার যে পুরুষরা ১৪-১৮ বছর বয়সি মেয়েদের বিয়ে করবে, তাদের বিরুদ্ধে ২০০৬-এর বাল্যবিবাহ প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হবে। শুধু তাই-ই নয়, যে পুরোহিত এই বিয়ে দেবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে  ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)