• Baby Death: ‌সংক্রমণ থেকে বাঁচতে তিন মাসের শিশুকন্যার পেটে ৫১ বার গরম রডের ছ্যাঁকা!‌
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কুসংস্কার।

    তিন মাসের শিশুকন্যার পেটে ৫১ বার গরম লোহার রডের ছ্যাঁকা দিল হাতুড়ে চিকিৎসক!‌ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শাহদোল জেলায়। জানা গেছে, শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল। তারই ‘চিকিৎসা’ হিসাবে শিশুকন্যার পেটে ৫১ বার গরম রডের ছ্যাঁকা দেওয়া হয়। মারা গেছে শিশুটি। 
    আদিবাসী অধ্যুষিত শাহদোল জেলার শিশুটির নিউমোনিয়া হয়েছিল। যার জেরে হচ্ছিল শ্বাসকষ্ট। এরপরই মেয়েটিকে শাহদোল মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। নিউমোনিয়া আক্রান্ত কন্যাকে বাঁচাতে তার পেটে গরম রড দিয়ে ছেঁকা দেওয়ার পরামর্শ দেন হাতুড়ে ডাক্তার। রাজি হন মা। যার পরিণতি হয় মর্মান্তিক। ভর্তির ১৫ দিন পর হাসপাতালেই বুধবার তিন মাসের শিশুকন্যাটি মারা যায়। শাহদোলের জেলাশাসক বন্দনা বৈধ জানান, ‘‌চিকিৎসায় দেরি হওয়ার কারণে ওই শিশুকন্যার সংক্রমণ বেড়ে গিয়েছিল। আর সংক্রমণ থেকে বাঁচাতেই শিশুকন্যাকে হাতুড়ে চিকিৎসক দিয়ে গরম রডের ছ্যাঁকা দেওয়ানোর সিদ্ধান্ত নেয় মা।’‌ জানা গেছে এক অঙ্গনওয়াড়ি কর্মী ওই শিশুর মাকে সতর্কও করেছিলেন। কিন্তু মহিলা শোনেনি। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
  • Link to this news (আজকাল)