• International Kolkata Bookfair: সাহিত্য ও সংবাদ হাত ধরাধরি করে চলে
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: একে অন্যের পরিপূরক।

    কেউ কাউকে ছাড়া চলতে পারে না । দেহ আর মনের মতো। সাহিত্য এবং সংবাদ মাধ্যম। দুই সত্ত্বার এই পারস্পরিক প্রভাব নিয়েই শনিবার ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আলোচনা সভা, আয়োজনে আজকাল ও মিলেনিয়াম পোস্ট। বিষয়- 'সাহিত্যে সংবাদ মাধ্যমের প্রভাব'। সাহিত্যিকদের দলে ছিলেন প্রচেত গুপ্ত, সুবোধ সরকার, অদিতি বসু রায় আর সাংবাদিকদের শিবিরে দেবাশিস দত্ত, স্নেহাশিস সুর, পিউ রায়। সঞ্চালকের ভূমিকায় ছিলেন ডা: পল্লব বসু মল্লিক। 

     

    বিষয়টির তাৎপর্য যে গভীর এবং নেহাত এই অনুষ্ঠান মঞ্চেই সীমাবদ্ধ নয় সেটা তুলে ধরে সুবোধ সরকার বলেন, 'সাহিত্যিকের সৃষ্টির নেপথ্যে থাকে নানা ঘটনার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা।' উদাহরণ দিয়েছেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কোস থেকে মতি নন্দীর। দু'জনেই সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন। 

    শুধু গদ্যের আকারেই নয়। সংবাদ মাধ্যমে প্রকাশিত বহু ঘটনাই প্রেরণা যুগিয়েছে পরবর্তী সময়ে তার ওপর ভিত্তি করে সিনেমা বা কবিতা সৃষ্টিতে। বিষয়টি উল্লেখ করে অদিতি বসু রায় বলেন, 'সংবাদ হল তথ্যের সমাহার। সাহিত্য সেই তথ্যের নির্যাস থেকে তৈরি করে আলাদা কিছু।' নির্ভয়া কাণ্ড নিয়ে একাধিক বই, এমনকী ওটিটি প্ল্যাটফর্মে সিরিজ হয়েছে, মনে করিয়ে দিয়েছেন তিনি।

    ভাষা এবং লেখার শৈলী দিয়ে আগে থেকে জানা ঘটনাও হয়ে ওঠে সাহিত্যের মতো রসগ্রাহী। বিষয়টি উল্লেখ করে সাংবাদিক স্নেহাশিস সুর বলেন, 'সাংবাদিকতার দুটো বিষয়। দেখা এবং তার প্রকাশ। তথ্য হবে সংবাদের মত, আবার লেখাটা হবে সাহিত্যের মত টান টান।' 

    সাংবাদিকতার সঙ্গে সাহিত্য। দুই ভূমিকাতেই সমান সফল প্রচেত গুপ্ত। তাঁর এই দুটি সত্ত্বার কথা বলতে গিয়ে তিনি বলেন, 'যখন সাংবাদিকতা করি তখন সাহিত্যের মনটা বন্ধ থাকে। আবার যখন সাহিত্য কর্ম করি তখন সাংবাদিকের মনটা বন্ধ থাকে। কিন্তু সবাই আসলে মনে মনে রিপোর্টার এবং সাহিত্যিক।' 

    সাহিত্য এবং সংবাদমাধ্যমের সম্পর্কটা যে বহুদিনের তা উল্লেখ করে পিউ রায় বলেন, 'সংবাদ মাধ্যম সাহিত্যের আধার। সোশাল মিডিয়া সেই পরিসরকে আরও বাড়িয়েছে।'

    সংবাদ মাধ্যমে প্রকাশিত ঘটনা এবং সেই ঘটনার ওপর ভিত্তি করে পরবর্তী সময়ে এক একটি কালজয়ী সাহিত্য কর্মের সৃষ্টি হয়। বিষয়টি বোঝাতে গিয়ে দেবাশিস দত্ত বলেন, 'মতি নন্দীর বাড়ি গিয়ে দেখেছি তিনি খবরের কাগজ পড়ছেন এবং বিভিন্ন লাইন দাগ দিয়ে রাখছেন। সেসব তাঁর সাহিত্যের উৎস।' সঞ্চালক শেষমেশ দাঁড়ি টানেন এই সিদ্ধান্তে, গলাগলি করে চলুক সাহিত্য ও সংবাদ মাধ্যম। 
  • Link to this news (আজকাল)