• 7th Pay Commission: হোলির পরই বড় ঘোষণা, বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক বেতন!
    ২৪ ঘন্টা | ০৫ ফেব্রুয়ারি ২০২৩
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ১৮ মাসের ডিএ বকেয়া পড়ে। সেই টাকা পাওয়ার আশায় রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এর মধ্যে একটি খুশির খবর পেতে পারেন তাঁরা। কেন্দ্র সরকার সূত্রে সংবাদমাধ্যমের খবর, এবছর হোলির পরই বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক বেতন। এর ফলে যিনি এখন ১৮ হাজার টাকা পান তিনি পেতে পারে ২৬ হাজার টাকা।

    আরও পড়ুন-

    এবছর হোলি পড়েছে ৮ মার্চ। সূত্রের খবর সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এবছর হোলির পরই ফিটমেন্ট ফ্য়াক্টর বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করতে চলেছে কেন্দ্র। বর্তমানে কমন ফিটমেন্ট ফ্য়াক্টর হল ২.৫৭ শতাংশ। এর অর্থ কেউ যদি ১৫,৫০০ টাকা বেসিক বেতন পান তাহলে তাঁর বেতন হবে ওই ১৫,৫০০ টাকার ২.৫৭ গুন। সবেমিলিয়ে তাঁর হাতে আসবে ৩৯,৮৩৫ টাকা। 

    কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে কেন্দ্রীয় আধিকারিকদের মধ্যে। জানা যাচ্ছে সরকার চাইছে ২০২৪ সালের আগেই তা কার্যকর করতে। তাই সরকার চাইছে এবার হোলির পরই বেতন বৃদ্ধির বিষয়টি ঘোষণা করে দিতে।

    উল্লেখ্য, ডিএ মেটানেরা পাশাপাশি গত কয়ে মাস ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মচারিরা দাবি করে আসছেন তাদের ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে ৩.৬৮ করা হোক। তা করা হলে একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর নূন্যতম বেতন বেড় হবে ২৬ হাজার টাকা।

    বেশকিছু দিন ধরেই জল্পনা রয়েছে মার্চের মধ্যেই কর্মচারীদের ডিএ বাড়াচ্ছে কেন্দ্র। কিন্ত তা এখনও হয়নি। তবে এর মধ্য়েই কেন্দ্রীয় অর্থমন্ত্রক হাউস রেন্ট নিয়ে নতুন ঘোষণা করেছে কেন্দ্র। জানা যাচ্ছে এবার কর্মচারীদের জন্য ৩-৪ শতাংশ ডিএ বাড়তে পারে কেন্দ্র। এতেই বাড়তে পারে বেসিক বেতন।
  • Link to this news (২৪ ঘন্টা)