• চিফ ইনফরমেশন কমিশনার নিয়োগে তৎপরতা শুরু
    বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের চিফ ইনফরমেশন কমিশনার পদের জন্য মোট ১৫ জন আবেদন করেছেন। এর মধ্যে চারজনের বয়স বেশি হওয়ার জন্য আবেদন বাতিল হয়েছে। বাকি ১১ জনের মধ্যে থেকে একজনকে চিফ ইনফরমেশন কমিশনার নিয়োগের জন্য ইতিমধ্যে রাজ্য সরকার বিশেষ কমিট গঠন করেছে। তিন সদস্যর এই নিয়োগ কমিটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও বিরোধী দলনেতা আছেন। এই কমিটি বৈঠকে বসে চিফ ইনফরমেশন কমিশনারের নাম চূড়ান্ত করবে। আবেদনকারীদের মধ্যে দুই অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক আছেন যাঁরা এখন ইনফরমেশন কমিশনের সদস্য। এঁরা হলেন বীরেন্দ্র ও রাজ কানোজিয়া। কমিশনের বর্তমান সদস্য অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক নবীন প্রকাশও আবেদনকারীদের মধ্যে রয়েছেন। অবসরপ্রাপ্ত আরও দুই আইএএস আধিকারিক চিফ ইনফরমেশন কমিশনার পদের জন্য আবেদন করেছেন। তাঁরা হলেন, সদ্য অতিরিক্ত মুখ্য সচিবের পদ থেকে অবসর নেওয়া সুব্রত বিশ্বাস ও প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা। রাজীব সিনহা মুখ্যসচিবের পদ থেকে অবসর নেওয়ার পর সরকারি সংস্থা রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান হন। এখন অবশ্য তিনি রাজ্য শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান। অবসরপ্রাপ্ত আরও কয়েকজন সরকারি ও পুলিস আধিকারিক, সাংবাদিক প্রমুখরা আবেদনকারীদের মধ্যে রয়েছেন। প্রসঙ্গত চিফ ‌ইনফরমেশন কমিশনারের পদটি গত ৬ মাসের বেশি সময় ধরে শূন্য পড়ে রয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় সর্বশেষ এই পদে ছিলেন। 
  • Link to this news (বর্তমান)