• বিশেষভাবে সক্ষমদের জন্য বরাদ্দ বাড়ল মাত্র ১ শতাংশ
    বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় সরকারের বাজেটকে তুলোধোনা করল বিশেষভাবে সক্ষমদের সর্বভারতীয় সংগঠন। দি ন্যাশনাল প্ল্যাটফর্ম ফর দ্য রাইটস অব দ্য ডিসেবল্ড (এনপিআরডি) এক বিবৃতি জারি করে জানিয়েছে, এই বাজেটে বিশেষভাবে সক্ষমদের প্রয়োজন উপেক্ষিত হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে তারা। আজকের ভারত সকলকে নিয়ে চলার ভারত, এই ধারণার সঙ্গেও মেলে না সদ্য ঘোষিত বাজেটের বক্তব্য। 

    ওই জাতীয় সংগঠন জানিয়েছে, বিশেষভাবে সক্ষমদের জন্য বাজেট বরাদ্দ এবারে বাড়ানো হয়েছে মাত্র ১ শতাংশ! শুধু তাই নয়, চলতি বাজেট (২০২২-২৩) বরাদ্দের ১৯৬ কোটি টাকা এখনও খরচই করা হয়নি। আইন রূপায়ণের নির্দিষ্ট কর্মসূচিতে চলতি বাজেটের থেকে এবার ৯০ কোটি টাকা অর্থবরাদ্দ কমেছে। আগে বরাদ্দ ছিল ২৪০.৩৯ কোটি টাকা। হল ১৫০ কোটি টাকা! ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন প্রকল্পখাতে বরাদ্দ আগের বাজেটে ছিল ২৯০ কোটি। এবারই তা অপরিবর্তিতই থাকল। শত অনুরোধেও বিশেষভাবে সক্ষমদের পেনশন এক টাকাও বাড়ল না। কয়েক দশক ধরে ছিল ৩০০ টাকা। এবারেও রইল সেই ৩০০ টাকাই। সবচেয়ে বড় কথা, দেশের মাত্র ৩.৮ শতাংশ বিশেষভাবে সক্ষম মানুষ এই সুবিধা ভোগ করেন। কারণ, ৮০ শতাংশ ও তদূর্ধ্ব সমস্যা না থাকলে এবং একইসঙ্গে দরিদ্র্যসীমার নীচে না থাকলে মিলবে না পেনশনের সুবিধা। 
  • Link to this news (বর্তমান)