• অগ্নিবীর নিয়োগ প্রক্রিয়ায় বদল সেনার, প্রথমেই বসতে হবে প্রবেশিকা পরীক্ষায়
    বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৩
  • নয়াদিল্লি: ‘অগ্নিবীর’ নিয়োগ প্রক্রিয়ায় বদল। এবার থেকে প্রথমেই প্রার্থীদের সাধারণ প্রবেশিকা পরীক্ষা (সিইই) দিতে হবে। এরপর হবে যথাক্রমে শারীরিক ফিটনেস ও মেডিক্যাল পরীক্ষা। ইতিমধ্যেই এব্যাপারে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর তরফে। তবে চলতি মাসের মাঝামাঝি বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে মনে করা হচ্ছে।  সেক্ষেত্রে দেশের ২০০টি কেন্দ্রে অগ্নিবীর নিয়োগের জন্য প্রথম সিইই নেওয়া হতে পারে। এরজন্য প্রয়োজনীয় প্রস্তুতি চূড়ান্ত বলেই সূত্রের খবর। অগ্নিবীর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় তিনটি ধাপে। আগে প্রার্থীদের প্রথমে দিতে হত ফিটনেস পরীক্ষা। দ্বিতীয় ধাপে মেডিক্যাল পরীক্ষা। একেবারে শেষে ছিল সিইই। এই কাঠামোতেই বদল করা হল। এবার থেকে প্রথমেই প্রার্থীদের বসতে হবে সাধারণ প্রবেশিকা পরীক্ষায়। অগ্নিপথ প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত ১৯ হাজার অগ্নিবীরকে নিয়োগ করা হয়েছে। মার্চের প্রথম সপ্তাহে আরও ২১ হাজার প্রার্থী সেনাবাহিনীতে যোগ দেবেন।  
  • Link to this news (বর্তমান)