• আকাশপথে ধাওয়া, দিল্লি বিমানবন্দরে ধৃত প্রতারক
    বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৩
  • সংবাদদাতা, বারুইপুর: লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে বিমানে পালাচ্ছিল প্রতারক। তাকে ধরতে অন্য একটি বিমানে আকাশপথে ধাওয়া করে পুলিস। অবশেষে দিল্লি বিমানবন্দরে ধরা পড়ে অভিযুক্ত প্রতারক। শুক্রবার তাকে ট্রানজিট রিমান্ডে দিল্লি থেকে নিয়ে আসে ভাঙড় থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম ইসরাইল মোল্লা। বাড়ি উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়। পুলিস ও স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার বাসিন্দা ইসরাইল মোল্লা দীর্ঘদিন ধরে মানুষকে ভুল বুঝিয়ে নানাভাবে প্রতারিত করত। কলকাতার বাসিন্দা বিষ্ণু আগরওয়াল নামে এক ব্যবসায়ীর ভাঙড়ের বড়ালি ঘাট এলাকায় ত্রিপল তৈরির কারখানা আছে। অভিযোগ, কয়েকদিন আগে ইসরাইল মোল্লা ওই ব্যবসায়ীর কারখানায় যায়। সেখানে তারা ওই ব্যবসায়ীকে কম দামে সোনা বিক্রির প্রলোভন দেখায়। ব্যবসায়ী ওই সোনা কেনার আগে তা যাচাই করতে চাইলে তারা আগুনে সোনা গলিয়ে দেখিয়ে দেয়। সেই মতো ওই ব্যবসায়ী ইসরাইল ও তার সঙ্গীদের কাছ থেকে প্রায় ১ কেজি ৪০০ গ্রাম সোনা ৩৫ লক্ষ টাকার বিনিময়ে কেনেন। পরে ব্যবসায়ী বুঝতে পারেন, তিনি প্রতারিত হয়েছেন। এরপরেই শুক্রবার ভাঙড় থানায় অভিযোগ দায়ের হয়। 
  • Link to this news (বর্তমান)