• Jammu And Kashmir: এক সপ্তাহে দ্বিতীয়বার, ফের গুলমার্গের স্কি-রিসর্টের কাছে তুষারধস
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: ফের তুষারধস কাশ্মীরে।

    এক সপ্তাহে দ্বিতীয়বার। আবারও গুলমার্গের জনপ্রিয় স্কি রিসর্টের কাছেই ঘটনাটি ঘটেছে। যদিও এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। 

    ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গুলমার্গের স্কি রিসর্টের চাহিদা থাকে তুঙ্গে। এই সময় চাইলেও অনেকেই বুকিং করতে পারেন না। হাতেগোনা কয়েকটি স্কি রিসর্টে চারমাস ধরে ব্যাপক ভিড় থাকে। পর্যটকদের ভিড়ের মাঝেই আবারও তুষারধস হল রিসর্টের খুব কাছে। 

    শনিবার ঘটনাটি ঘটেছে বারামুলা জেলার জনপ্রিয় স্কি রিসর্টের কাছেই। গুলমার্গের আফারওয়াতের পাশেই তুষারধস হয়। এলাকাটিকে ইতিমধ্যেই ‘রেড জ়োন’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এমন পরিস্থিতিতে ওই এলাকায় পর্যটকদের যেতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। 

    উল্লেখ্য, চলতি সপ্তাহে বুধবার এই এলাকায় তুষারধস হয়। পোল্যান্ড থেকে আসা দুই পর্যটক প্রাণ হারিয়েছেন ঘটনায়। 
  • Link to this news (আজকাল)