• রতুয়ার বিএমওএইচের বিরুদ্ধে হাসপাতালের জমি দখলের অভিযোগ
    বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৩
  • সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের রতুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কিছু জমি বর্তমান বিএমওএইচ নিজের নামে রেজিস্ট্রেশন করেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এই মর্মে রতুয়া-১ব্লক প্রশাসনের কাছে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে। যদিও রতুয়া-১ ব্লকের বিএমওএইচ মাসুদ রহমান বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। হাসপাতালের কোনও জমি আমি নিজের নামে রেজিস্ট্রেশন করাইনি। হাসপাতালের জমি স্থানীয় কিছু লোক জবরদখল করে আছে। সেটা আমি বলার জন্য স্থানীয় কিছু লোকজন উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমাকে বদনাম করার চেষ্টা করছে। এই বিষয়ে সঠিক তদন্ত হলেই সত্য প্রকাশ হবে। এই প্রসঙ্গে রতুয়া-১ বিডিও রাকেশ টোপ্পো বলেন, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরকে তদন্ত করে দেখতে বলেছি। রিপোর্ট পেলে জেলা প্রশাসনকে জানানো হবে।
  • Link to this news (বর্তমান)