• গত বছরের আয় ছাপিয়ে স্ট্যাম্প ডিউটিতে রেকর্ডের লক্ষ্যে রাজ্য
    বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৩
  • প্রীতেশ বসু, কলকাতা:  জমি-বাড়ি রেজিস্ট্রেশনের জন্য স্ট্যাম্প ডিউটি বাবদ রেকর্ড রাজস্ব আদায় হতে চলেছে চলতি অর্থবর্ষে। জানুয়ারি পর্যন্ত এই খাতে আয়ের হার দেখে এমনই মত রাজ্যের প্রশাসনিক মহলের। আগামী ১৫ ফেব্রুয়ারি বাজেট পেশ হবে বিধানসভায়। তার আগে এই পরিসংখ্যান বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

    করোনা পরিস্থিতিতে জমি-বাড়ির রেজিস্ট্রেশনের স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড়ের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা ২০২১ সালের জুলাই মাস। তারপর থেকে এই খাতে রাজস্ব আদায় বাড়তে শুরু করে। এই ছাড়ের মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়েছে রাজ্য সরকার। নির্ধারিত সময়সীমা শেষ হতে এখনও বাকি প্রায় দু’মাস। ফলে আদায়ের অঙ্কটা আরও বাড়তে পারে। 

    নবান্ন সূত্রে খবর, ২০২০-২১ অর্থবর্ষে রাজ্যে স্ট্যাম্প ডিউটি বাবদ ৫,২৭৯ কোটি ৬৫ লক্ষ টাকা আয় হয়েছিল। ২০২১-২২ আর্থিক বছরে তা গিয়ে দাঁড়ায় ৭,০৯৩ কোটি ৪৫ লক্ষ টাকায়। তার মধ্যে ৫০৭৬ কোটিই আসে প্রথম ন’মাসে অর্থাৎ এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে। চলতি (২০২২-২৩) অর্থবর্ষে প্রথম ন’মাসের আদায় সেই অঙ্ককে ছাপিয়ে গিয়েছে। পরিমাণটা প্রায় ৫১২২ কোটি টাকা। আর সদ্য শেষ হওয়া জানুয়ারি মাসে এই খাতে যোগ হয়েছে ৫০০ কোটির বেশি। বিশেষজ্ঞদের ব্যাখ্যা, অর্থবর্ষের শেষ দু’মাসে এই ছাড় বহাল থাকছে। ফলে জমি-বাড়ি বা ফ্ল্যাট কেনার আগ্রহ বাড়বে। ফলে স্ট্যাম্প ডিউটি খাতেও বাড়বে আদায়। নবান্নের এক আধিকারিকের মুখেও শোনা গিয়েছে সেই কথা। তিনি বলেন, ‘গতবার এই খাতে আদায় সর্বকালীন রেকর্ড গড়েছিল। চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত যা গতিপ্রকৃতি, তাতে স্ট্যাম্প ডিউটি সংগ্রহের ক্ষেত্রে রাজ্যে নতুন রেকর্ড সৃষ্টি হবে বলেই আমরা ধরে নিচ্ছি।’ রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অবশ্য এব্যাপারে যাবতীয় কৃতিত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, ‘এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতার ফল। রাজস্ব আদায়ের থেকেও বড় বিষয় হল, এই সিদ্ধান্তের কারণে বহু মানুষের স্বপ্ন পূরণ হয়েছে।’ রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে আগেই স্বাগত জানিয়েছিলেন আবাসন নির্মাতা সংস্থাগুলির সর্বভারতীয় সংগঠন ক্রেডাইয়ের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি সুশীল মোহতা। শনিবার এপ্রসঙ্গে আরও একধাপ এগিয়ে তিনি বলেন, ‘চলতি অর্থবর্ষে এর মাধ্যমে প্রায় ৮ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হবে বলে আশা করছি।’ এই আবর্তে আসন্ন রাজ্য বাজেটে স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের মেয়াদ সরকার আরও বাড়ায় কি না, সেদিকেই এখন নজর সকলের। 
  • Link to this news (বর্তমান)