• মধ্যপ্রদেশে ফের শিশুর গায়ে গরম লোহার ছেঁকা
    বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৩
  • ভোপাল: অসুস্থ সন্তানকে সুস্থ করতে হাসপাতালের চেয়ে স্থানীয় গুণীনের উপর ভরসা রাখছেন দম্পতিরা। মধ্যপ্রদেশের সহদলে এমন দু’টি ঘটনা সামনে আসতেই মাথায় হাত প্রশাসনের। এ ধরনের ঘটনা রুখতে সচেতনতামূলক প্রচারের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শুক্রবারের পর শনিবারও সহদল জেলায় গায়ে গরম রডের ছেঁকা লাগানো তিন মাসের শিশুকন্যার খোঁজ মিলেছে। সূত্রের খবর, বুধবার বীরসা মুণ্ডা মেডিক্যাল কলেজে তাকে আনা হয়। মেডিক্যাল কলেজের সুপার নাগেন্দ্র সিং জানিয়েছেন, তিনমাসের ওই শিশুকন্যার নাম সুভি কল। তারও বাড়ি সহদলের সিংপুর থানায়। শুক্রবার তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক আর এস পান্ডে জানিয়েছেন, এই ধরনের ঘটনা নিয়ে তথ্য সংগ্রহ করতে তিনি নিজে সিংপুর যাবেন। এদিকে, শনিবারই ৫১ বার গরম রডের ছেঁকা খেয়ে মৃত শিশুর দেহ মাটি থেকে তোলা হয়। তার দেহ পরীক্ষা করে দেখা হবে। শুক্রবার জানা গিয়েছিল, আদিবাসী অধ্যুষিত সহদল জেলায় আড়াই বছরের ওই নিউমোনিয়া আক্রান্ত শিশুকন্যার মৃত্যু হয়েছে। তাকে হাতুড়ে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিল তার বাবা-মা। অবস্থার উন্নতি না হওয়ায় পরে নিয়ে যাওয়া হয় স্থানীয় মহিলা গুণীনের কাছে। ভূতে ধরেছে জানিয়ে ওই গুণীন শিশুকন্যার গায়ে গরম রডের ছেঁকা দেওয়ার পরামর্শ দেন। শিশুটির গায়ে অন্তত ৫১ বার ছেঁকা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। বুধবার সেখানেই তার মৃত্যু হয়। 
  • Link to this news (বর্তমান)