• Rahul Dravid: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে স্লিপ ফিল্ডিংয়ে জোর দিচ্ছে ভারত, জানালেন দ্রাবিড়
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের আগে ফিল্ডিংয়ে বাড়তি নজর দিচ্ছে ভারতীয় শিবির, বিশেষ করে স্লিপ ক্যাচিংয়ে।

    ‌ রবিবার বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে এমনই জানান হেড কোচ রাহুল দ্রাবিড়। অতীতে স্লিপ ফিল্ডিং দলকে ভুগিয়েছে। তাই নাগপুর শিবিরে এই বিষয়টির দিকে বিশেষ ফোকাস করা হচ্ছে। রাহুল দ্রাবিড় বলেন, 'সবাই ভাল ছন্দে আছে। টেস্ট দলকে একসঙ্গে দেখে ভাল লাগছে। গত কয়েক মাসে আমরা অনেক সাদা বলের ক্রিকেট খেলেছি। দলের অনেককেই সাদা বলের ক্রিকেট থেকে লাল বলে ফিরতে হচ্ছে। তাই ওদের নেটে একটু বেশি সময় কাটানো উচিত।'

    বোর্ডের পোস্ট করা ভিডিওয় ভারতের হেড কোচ নির্দ্বিধায় জানিয়ে দেন কোন দিকে বাড়তি নজর দেওয়া উচিত। এই প্রসঙ্গে দ্রাবিড় বলেন, 'ফিল্ডিং সমান গুরুত্বপূর্ণ। ক্লোজ ইন ক্যাচিং সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তাই ক্লোজ ইন ক্যাচিং, স্লিপ ফিল্ডিংয়ে আমরা বাড়তি নজর দিচ্ছি। পরপর সিরিজ চলায় অধিকাংশ সময় এই দিকগুলোয় নজর দেওয়া হয় না। এখানে আমাদের কয়েকটা লম্বা সেশন চলেছে। সারা বছর ধরে আমরা এত বেশি ক্রিকেট খেলি, তাই বাকি দিকগুলোয় নজর দেওয়ার বেশি সময় থাকে না। সময়ের অভাবে টেস্টের আগে সাধারণত শিবির করার সুযোগ হয় না। তাই ক্রিকেটারদের সঙ্গে আলাদা করে কাজ করার সুযোগ পায় না কোচিং স্টাফরা।‌ এবার এই সুযোগটা পেয়ে আমরা খুশি। এই চার-পাঁচ দিনে আমরা কী করব সেই নিয়ে একমাস আগে থেকেই পরিকল্পনা করে রেখেছি।'

    নাগপুরে পাঁচ-ছয় দিনের আবাসিক শিবির করতে পেরে খুশি দ্রাবিড়। তবে ভারতের হেড কোচ জানান, ভবিষ্যতে আরও বেশি দিনের শিবির করতে চান তিনি। দ্রাবিড় বলেন, 'আমার মতে এটা খুবই সংক্ষিপ্ত শিবির। আরও বেশি দিনের শিবিরের পক্ষে আমি। তবে এখানে ৫-৬ দিন পেয়ে আমরা সন্তুষ্ট। শিবির ফলপ্রসূ হয়েছে। সবাই ছন্দে আছে। আশা করছি দল ভাল পারফর্ম করবে।' অস্ট্রেলিয়ার সঙ্গে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। নাগপুর ছাড়াও এই ম্যাচগুলো হবে দিল্লি, ধর্মশালা এবং আহমেদাবাদে। ১৯৯৬-৯৭ সালে প্রথম শুরু হয়েছিল বর্ডার-গাভাসকর ট্রফি। শেষ তিন সিরিজ জেতে ভারত। প্রথম দল হিসেবে একে ওপরের বিরুদ্ধে টানা চারটে টেস্ট সিরিজ জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। 
  • Link to this news (আজকাল)