• India-Australia: চোটের জন্য ছিটকে গেলেন হ্যাজেলউড, সিরিজ শুরুর আগেই ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে।

    চোটের জন্য প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন জস হ্যাজেলউড। নাগপুর টেস্টে পাওয়া যাবে না অজি পেসারকে। এমনকী দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত তিনি। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিডনি টেস্টে বাঁ পায়ে চোট পান হ্যাজেলউড। চোট পুরোপুরি সারেনি। বেঙ্গালুরুর কাছে আলুরে আয়োজিত চার দিনের প্রস্তুতি শিবিরে বল করতে পারেননি। হালকা ট্রেনিং করলেও পুরোদমে প্র্যাকটিস করতে পারছেন না। ৭ ফেব্রুয়ারি নাগপুরে পৌঁছবে অস্ট্রেলিয়া দল। সেখানে নেটে বোলিং করার চেষ্টা করবেন হ্যাজেলউড। কিন্তু প্রথম টেস্টে খেলার সম্ভাবনা নেই। দ্বিতীয় টেস্টে তাঁর খেলা নির্ভর করবে ফিটনেসের ওপর। হ্যাজেলউড বলেন, 'প্রথম টেস্টে খেলা হবে না। হাতে কয়েকদিন সময় থাকলেও তার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা কঠিন। দ্বিতীয় টেস্টে দলের ফেরার চেষ্টা করব। তার আগে হাতে বেশ কিছুটা সময় পাব ফিট হয়ে ওঠার জন্য।' মঙ্গলবার থেকে নেটে বোলিং শুরু করবেন অজি জোরে বোলার। নাগপুর টেস্টে হ্যাজেলউডের জায়গায় খেলতে পারেন স্কট বোল্যান্ড। বিদেশের মাটিতে হাতেখড়ি হতে পারে তরুণ পেসারের। 
  • Link to this news (আজকাল)