• Atk Mohun Bagan: হুগো, আশিককে ছাড়াই আজ তিনের লক্ষ্যে এটিকে মোহনবাগান 
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: লিগ শিল্ড হাতছাড়া হয়েছে।

    কিন্তু দ্বিতীয় স্থানে থাকার সম্ভাবনা কিঞ্চিৎ হলেও এখনও রয়েছে। তবে প্রাথমিক লক্ষ্য আজ বেঙ্গালুরুকে হারিয়ে তৃতীয় স্থানে উঠে আসা। আগের দিন ইস্টবেঙ্গলের কাছে কেরল হারায় সুবিধা হয়েছে জুয়ান ফেরান্দোর দলের। ১৫ ম্যাচে সবুজ মেরুনের পয়েন্ট ২৭। এক ম্যাচ বেশি খেলে কেরলের পয়েন্ট ২৮। অর্থাৎ আজ সুনীলদের বিরুদ্ধে ঘরের মাঠে জিতলেই তিন নম্বরে উঠে আসবে কলকাতার প্রধান। তবে লড়াইটা সহজ হবে না। যদিও পয়েন্টের বিচারে অনেক পিছিয়ে বেঙ্গালুরু। ১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে সুনীলরা।‌‌ এবছর একেবারেই ছন্দে নেই তাঁরা। তবে শুরুটা খারাপ করলেও, শেষ চারটে ম্যাচ জিতেছে বেঙ্গালুরু। তারওপর দলে সুনীল, রয় কৃষ্ণর মতো তারকারা রয়েছে। ফর্মে না থাকলেও কোনওভাবেই বিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না এটিকে মোহনবাগান কোচ। তবে ঘরের মাঠে জয় ছাড়া কিছুই ভাবছেন না। বেঙ্গালুরু ম্যাচে নামার আগে কিছুটা অস্বস্তিতে বাগান শিবির। কার্ড সমস্যায় এই ম্যাচে নেই হুগো বুমোস। তাঁকে ছাড়াই ঘুঁটি সাজাচ্ছেন ফেরান্দো।‌ ওড়িশা ম্যাচের শেষমুহূর্তে লালকার্ড দেখায় পাওয়া যাবে না আশিক কুরুনিয়নকেও। দু'জন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ছাড়াই নামতে হবে সবুজ মেরুনকে। বিপক্ষে রয় কৃষ্ণ, সন্দেশ ঝিঙ্গন, প্রবীর দাসের মতো মোহনবাগানের একাধিক প্রাক্তনী রয়েছে।যারা দলের শক্তি এবং দুর্বলতা সম্বন্ধে অবগত। তবে এই নিয়ে ভাবছেন না বাগানের স্প্যানিশ কোচ। নিজের দলই তাঁর ফোকাস। সুনীল ফর্মে না থাকলেও তাঁকে নিয়ে বাড়তি সতর্কতা বাগান রক্ষণে। অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়েছিল কলকাতার প্রধান। আজও তার পুনরাবৃত্তি চান ফেরান্দো। 
  • Link to this news (আজকাল)