• PSG: মেসি-হাকিমির যুগলবন্দিতে সহজ জয় পেল পিএসজি
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: ফরাসি লিগে পার্ক দে প্রিন্সেসে তুলুজের বিপক্ষয়ে জয় পেয়ে লিগ টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করল গতবারের লিগ চ্যাম্পিয়ন পিএসজি।

    রেইমেসের বিপক্ষে ড্র করার পর এই নিয়ে টানা দুই ম্যাচ জয় পেল ক্রিস্তফ গালতিয়ের দল।

    এদিন পিএসজির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। টানা দ্বিতীয় ম্যাচেও জয় সূচক গোল মেসির। লিগ ওয়ানে ঘরের মাঠে তুলুজকে ২-১ গোলে হারিয়ে শীর্ষ স্থান মজবুত করল পিএসজি। তুলুজকে হারানো ম্যাচে পিএসজির হয়ে গোল করেন আশরাফ হাকিমিও।

    পার্ক দে প্রিন্সেসে এদিন পিএসজির হয়ে নামেননি নেইমার, এমবাপে ও রামোসদের মত তারকারা। মূল দায়িত্ব ছিল মেসির কাঁধেই। তবে শুরুতেই পিছিয়ে পড়ে ক্রিস্তফ গালতিয়ের শিষ্যরা। ম্যাচের ২০ মিনিটে ডাচ মিডফিল্ডার ব্রাঙ্কো ফন ডেন বুমেনের গোলে এগিয়ে যায় তুলুজ। তবে পিএসজিকে সমতায় ফেরাতে বেশি সময় নেননি হাকিমি। ৩৮ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁকানো শটে করা মরোক্কান এই ডিফেন্ডারের গোলে সমতায় ফেরে পিএসজি।

    দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ৫৮ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে তুলুজের গোলরক্ষকে পরাস্ত করেন আর্জেন্টাইন সুপারস্টার। এবারের লিগে এটি মেসির ১০ম গোল। সব টুর্নামেন্ট মিলিয়ে এবার পিএসজির জার্সিতে মেসির গোলসংখ্যা দাঁড়াল ১৫টি। এরপর দুই দলই বেশ কিছু সুযোগ পেয়েছিল। তবে কাজে লাগাতে পারেনি কেউই। 

    এই জয়ে ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই রইল পিএসজি। ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অলিম্পিক মার্শেই। 
  • Link to this news (আজকাল)