• চীনা ‘গুপ্তচর’ বেলুনকে গুলি করে নামাল আমেরিকা
    বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৩
  • ওয়াশিংটন, ৫ ফেব্রুয়ারি: আচমকাই আমেরিকার আকাশে চীনা বেলুনের হানা। যা নিয়ে ব্যাপক ক্ষুদ্ধ মার্কিন প্রশাসন। ওই বেলুনটি গুপ্তচর বৃত্তি করতেই আমেরিকার আকাশে হানা দিয়েছিল। এই দাবি করেছে পেন্টাগন। গতকাল, শনিবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন নির্দেশ দেন ওই বেলুনটিকে নিকেশ করতে। তারপরেই মার্কিন প্রশাসনের তরফে গুলি করে নামানো হয়েছে ওই বেলুনটিকে। আপাতত আটলান্টিক মহাসাগরে পড়েছে ওই বেলুনের ধ্বংসাবশেষ। যা উদ্ধার করে খতিয়ে দেখবে আমেরিকা। এমনিতেই তাইওয়ান সহ নানা ইস্যুতে আমেরিকা ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন চরমে। তার মধ্যে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের আসন্ন বেজিং সফরের আগে এই বেলুনকাণ্ড আরও বিরূপ প্রভাব ফেলবে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন, ‘কয়েকদিন ধরেই দেশের উত্তরাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকার উপর বেলুনটির গতিবিধি লক্ষ্য করা গিয়েছে। আমেরিকার সেনা ও বিমান ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রের কারখানা রয়েছে সেখানে। বৃহস্পতিবার মন্টানার উপর বেলুনটিকে উড়তে দেখা যায়।’ তাতে ক্ষুদ্ধ আমেরিকা প্রশাসন। যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে চীন। বেলুন পাঠিয়ে গুপ্তচর বৃত্তির কথা অস্বীকার করেছে বেজিং।
  • Link to this news (বর্তমান)