• মাড়গ্রাম বিস্ফোরণে বিরোধীদের হাত রয়েছে, দাবি মন্ত্রী চন্দ্রনাথের
    হিন্দুস্তান টাইমস | ০৫ ফেব্রুয়ারি ২০২৩
  • বীরভূমের মাড়গ্রামে চলন্ত মোটরসাইকেলে বোমা বিস্ফোরণে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাইসহ ২ জনের মৃত্যুর ঘটনায় কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। রবিবার দুপুরে ওই ঘটনায় নিহত নিউটন শেখের পরিবারের সঙ্গে দেখা করার পর একথা বলেন তিনি। পালটা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, নিরপেক্ষ তদন্ত হলেই সত্য বেরিয়ে আসবে। এই ঘটনায় এখনো পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    এদিন চন্দ্রনাথ সিনহা বলেন, ‘কংগ্রেস, বিজেপিসহ বিরোধী দলগুলি বীরভূমে আবার অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। কয়েকদিন আগে কংগ্রেস নেতা সুজাউদ্দিন এই এলাকায় এসে গরম গরম ভাষণ দিয়ে গিয়েছেন। তার পরই এই হামলা। কয়েকদিন আগে পর্যন্ত এই সুজাউদ্দিন বিজেপিতে ছিলেন।’ তিনি বলেন, ‘আমরা প্রশাসনকে নিরপেক্ষ তদন্ত করতে বলেছি। তৃণমূল কিছুতেই জেলায় অশান্তি ছড়াতে দেবে না।’

    পালটা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘কী ঘটেছে সবাই জানে। নিরপেক্ষ তদন্ত হলেই সত্য সামনে আসবে। তাতে যেই দোষী প্রমাণিত হোক আমাদের কিছু বলার থাকবে না।’

    সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘মুখ্যমন্ত্রী বীরভূমের দায়িত্ব নিতেই সেখানে বিস্ফোরণ হল। এতদিন সবাই প্রাণ বাঁচাতে তৃণমূলে যোগ দিত। এখন প্রাণ বাঁচাতে সবাই তৃণমূল ছাড়বে। তৃণমূল করেও তো প্রাণ বাঁচছে না।’

     
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)