• 'অ্যাকশন ছবির নাম করে...' DDLJ নিয়ে কোন গোপন রহস্য ফাঁস করলেন শাহরুখ?
    হিন্দুস্তান টাইমস | ০৫ ফেব্রুয়ারি ২০২৩
  • দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির আগে আদিত্য চোপড়া নাকি শাহরুখ খানকে একটি অ্যাকশন ছবি করার কথা বলেছিলেন। কিং খান বলেন, তিনি খুব চেয়েছিলেন সেই অ্যাকশন ছবিতে কাজ করতে। তিনি বরাবর অ্যাকশন ছবিতে কাজ করতে চাইতেন। কিন্তু অ্যাকশন ছবির কথা বলে নাকি শেষ পর্যন্ত আদিত্য চোপড়া তাঁকে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির স্ক্রিপ্ট শুনিয়েছিলেন! তবে শাহরুখের সেই স্বপ্ন দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের ৩০ বছর পর অবশেষে আদিত্য চোপড়া পূরণ করলেন। পাঠান ছবির হাত ধরেই তাঁর এই স্বপ্ন সার্থক হল।

    একটি নতুন স্টেটমেন্টে বাদশাহ বলেন, 'আমরা সবাই ডর ছবির শ্যুটিং করছিলাম। আর তখন প্যাম অ্যান্টি, আদি, জুঁই, আমি, আমরা সবাই মিলে স্ক্র্যাবেল খেলতাম রাতে। গোটা ইউনিটের মধ্যে আমি আদির খুব কাছের ছিলাম। আমাদের বয়স এক, আমাদের মধ্যে বোঝাপড়াও ভালো ছিল। আর আমি বরাবরই ওর খুব ভক্ত ছিলাম। সেদিন আদির জন্মদিন ছিল। আর আমায় সেদিন ও বলে আমি একটা ছবি করতে চাই কিনা। আমি জানাই হ্যাঁ। স্বচ্ছন্দে। এরপর ও আমায় বলেছিল যে সেটা একটা অ্যাকশন হিরোর চরিত্র হবে। আমি যেহেতু তখন ডর ছবিতে অভিনয় করছিলাম, এটা শুনে দারুণ লেগেছিল।'

    এরপর তিনি বলেন, 'এর ৩-৪ বছর পর ও আমায় ফোন করে বলে, আমি তোমায় একটা অ্যাকশন ছবির স্ক্রিপ্ট শোনাতে আসছি। আমি দারুণ খুশি হয়েছিল সেটা শুনে কারণ এর আগে কেউ অময় অ্যাকশন হিরোর চরিত্র অফার করেননি। আর এটা আমার স্বপ্ন ছিল যে আমি একটা সাদা ভেস্ট পরে দারুণ বডি বানিয়ে তাতে রক্ত লাগিয়ে একটা মেয়েকে ধরে আরেক হাতে বন্দুক ধরে পোজ দিচ্ছি। এরপর আদি এল আর মেহবুব স্টুডিওতে সেই ছবির স্ক্রিপ্ট শোনাল। ছবির নাম দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে!'

    শাহরুখ এতটুকু বলেই খান্ত হন না। তিনি বলেন, 'আমি তখন ভাবছি এতে অ্যাকশন কোথায়? আমি যশজি ফোন করি এবং জিজ্ঞেস করি আদির কী হয়েছে? অ্যাকশন ছবি বলে এটা ও কী বলে গেল? এরপর অবশ্য আদি আমায় বলেছিল যে অ্যাকশন ছবিটা পরে হবে। এরপর আমরা দিল তো পাগল হ্যায় করি। সেই ছবিও বক্স অফিসে ভালো ব্যবসা করে। কিন্তু আমাদের এর অ্যাকশন ছবি করা হয় না। এরপর যখন আদি সিডের সঙ্গে এল তখন ওঁরা প্রথম ১৫ মিনিট ব্যাখ্যা করল। আমায় ওরা পুরো স্ক্রিপ্ট শুনিয়ে চলে গেল যখন আমি আমার ম্যানেজারের সঙ্গে বসে তখন। আমি পূজাকে তখন বলি আদি মিথ্যে কথা বলছে। ও কোনও অ্যাকশন ছবি বানাবে না। কিন্তু আমি ওর কাছে কৃতজ্ঞ যে ৩০ বছর পর ও ওর কথা রাখল আমায় নিয়ে পাঠান বানাল। আজ মারাঠা মন্দিরে পাঠান চলছে আবার দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গেও।'

    বিশ্বজুড়ে ইতিমধ্যেই শাহরুখের পাঠান ৭২৯ কোটি টাকা কামিয়ে ফেলেছে। মাত্র ১০ দিনেই এই দারুন রেকর্ড গড়েছে ছবিটি। ৪ ফেব্রুয়ারি, রবিবার এই ছবিটি ১৪ কোটি টাকা কামায়। ফলে সবটা মিলিয়ে এই ছবি ভারতে মোট ৪৫৩ কোটি টাকার ব্যবসা করে ফেলল।

    গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে পাঠান। মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে। সঙ্গে আশুতোষ রানা এবং ডিম্পল কাপাডিয়াকেও দেখা গিয়েছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)