• TMC: দলবদল, অভিষেকের হাত ধরে তৃণমূলে এলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: বিজেপিতে ভাঙন অব্যাহত।

    পঞ্চায়েত ভোটকে সামনে রেখে যখন রাজ্যের সব রাজনৈতিক দল নিজেদের ঘুঁটি সাজাতে ব্যস্ত তখন গেরুয়া শিবির ছেড়ে তৃণমূল যোগ দিলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। আজ ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির দপ্তরে এসে তৃণমূলে যোগ দিলেন তিনি। হাতে তুলে নিলেন দলীয় পতাকা। 

    ২০২১ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং বাকি রাজনৈতিক দলগুলির প্রার্থীদের পরাজিত করে বিজেপির টিকিটে জিতেছিলেন সুমন কাঞ্জিলাল। তবে এবার এলেন ঘাসফুল শিবিরে। একদা গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গের একে একে তিন বিধায়ক এসে যোগ দিলেন তৃণমূলে। এর আগেই দল পরিবর্তন করেছেন রায়গঞ্জের এবং কালিয়াগঞ্জের বিধায়ক। এবার সেই তালিকায় যুক্ত হলেন আলিপুর দুয়ারের বিধায়ক সুমন। যদিও উত্তরবঙ্গের এই তিন বিধায়ক ছাড়াও, আরও তিন বিধায়ক ইতিমধ্যেই পদ্মবন ছেড়ে এসেছেন ঘাসফুল শিবিরে। মুকুল রায়, বিশ্বজিৎ দাস এবং তন্ময় ঘোষ। ওয়াকিবহাল মহলের মতে, নির্বাচনের ঠিক মুখে বিধায়কের দলত্যাগ রাজ্য রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ন।
  • Link to this news (আজকাল)