• International Kolkata Book Fair: বইমেলায় শিশু দিবস, 'আবোল তাবোল' বিলি করল গিল্ড
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৩
  • কৌশিক রায়: আট থেকে আশি- সুকুমার রায়ের আবোল তাবোল সবারই প্রিয়।

    'আবোল তাবোল'-এর শতবর্ষ উপলক্ষে অভিনব উদ্যোগ নিল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। কলকাতা বইমেলায় এদিন পালন করা হল শিশু দিবস। রবিবার বইমেলা প্রাঙ্গণে গিল্ড হাউজের সামনে বাচ্চাদের 'আবোল তাবোল' উপহার দিল গিল্ড। উপস্থিত ছিলেন গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় সহ গিল্ডের অন্যান্য সদস্যরা। এদিন কলকাতার বেথুন কলেজিয়েট স্কুল থেকে বইমেলায় এসেছিল ১৮৯ জন ছাত্রী। প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় 'আবোল তাবোল'। শুধু তাই নয়, যে সব বাচ্চারা বইমেলায় ঘুরতে এসেছিল বাবা মায়ের সঙ্গে, অনেকের হাতেই আবোল তাবোল তুলে দেন ত্রিদিববাবু। বই হাতে পেয়ে বাচ্চাদের আনন্দ ছিল দেখার মতো। ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, "বাচ্চারাই আসল ভবিষ্যৎ। তাদের হাতে বই তুলে দিলে আখেরে উন্নতি হবে বাংলা সাহিত্যের। 'আবোল তাবোল'-এর ১০০ বছরে এর থেকে ভাল কিছু হতে পারে না।" বেথুন কলেজিয়েট স্কুলের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ছাত্রীদের নিয়ে আসা হয়েছিল এদিন। তাঁদের বইমেলা ঘুরিয়ে দেখান শিক্ষিকারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শবরী ভট্টাচার্য জানান, "এবার আমাদের বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি আর আবোল তাবোল-এর ১০০ বছর। দুটো মিলিয়ে অত্যন্ত গর্বের বিষয় বাঙালির কাছে। বেথুন বরাবর নারীশিক্ষার ওপর জোর দিয়ে এসেছে। আর গিল্ডের এই পদক্ষেপ বাচ্চাদের বাংলা সাহিত্যের প্রতি টান আরও বাড়িয়ে দেবে।" বেথুন কলেজিয়েট স্কুলের পাশাপাশি শিশু দিবস উপলক্ষে 'আবোল তাবোল' বিতরণ করা হয় মানিকতলা খালপাড় ভাষা চেতনার দুঃস্থ শিশুদেরও।
    ছবি: তপন মুখার্জি
  • Link to this news (আজকাল)