• ক্যামাক স্ট্রিটের দরজায় অপেক্ষায় আরও ১৩! BJP বিধায়ক যোগ দিতেই সুদীপ রাহার টুইট
    হিন্দুস্তান টাইমস | ০৬ ফেব্রুয়ারি ২০২৩
  • সদ্য তৃণমূলে নাম লিখিয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল, তার ঠিক কিছুক্ষণের মধ্যে টুইটে তৃণমূল নেতা সুদীপ রাহা লিখলেন,'ক্যামাক স্ট্রিটের দরজায় অপেক্ষায় আছেন আরও ১৩জন।'

    ক্যামাক স্ট্রিট অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস। তিনি অবশ্য গত ৩ ডিসেম্বর কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ির ঢিল ছোড়া দূরত্বে সভায় বলেছিলেন, 'আমরা যদি দরজা খুলি, বিজেপি দল থাকবে না। বলুন দরজা খুলব? খুলব?'

    তবে কী দরজা খুলে দিলেন? যে দরজা দিয়ে ঢুকে পড়লেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন বিজেপি বিধায়ক। যাঁর যোগ দেওয়াকে তীব্র সমালোচনা করেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।

    ওই টুইটে সুদীপ রাহা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন,' বিরোধী দলনেতার মর্যাদা টিকবে তো।' তবে বিরোধী দলনেতা অবশ্য এই যোগদানের পর টুইটে করে লিখেছেন,' ভারতীয় সংবিধানের দশম তফসিলের (দলত্যাগ বিরোধী আইন) ভয় পাচ্ছেন? পতাকা কেন দিচ্ছেন না? বিধানসভায় মুকুল রায়কে যেমন বিজেপি বিধায়ক হিসেবে চিহ্নিত করেছিলেন তৃণমূলনেত্রী, তেমনি সুমন কাঞ্জিলালও নিজেকে বিজেপি বিধায়ক বলে দাবি করবেন'।'

    বিরোধী দলনেতার এই টুইটের পর পাল্টা টুইট করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি লেখেন, 'টুইট করার আগে, দয়া করে আগে নিজের বাড়িতে যান এবং আপনার বাবা এবং ভাইকে দলত্যাগ বিরোধী আইনের এই তত্ত্বটি বলুন। স্বীকার করুন যে বিজেপি বিধায়কদের বিজেপি এবং বিরোধী দলনেতার উপর আস্থা নেই। এটা সুবিধাবাদী-বিশ্বাসঘাতক শুভেন্দু অধিকারীরও ব্যর্থতা।'
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)