• ‘অনুপ্রবেশকারীদের জন্য ঝাড়খণ্ডে আদিবাসীদের সংখ্যা কমছে’, আক্রমণ শাহের
    হিন্দুস্তান টাইমস | ০৬ ফেব্রুয়ারি ২০২৩
  • বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে ঝাড়খণ্ড সরকারকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ‘শুধুমাত্র ভোটব্যাঙ্কের কারণে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না ঝাড়খণ্ড সরকার।’ এ প্রসঙ্গে তিনি ঝাড়খণ্ড সরকারকে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার’ বলে মন্তব্য করেছেন। শনিবার রাঁচিতে একটি ন্যানো সার প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর দেওঘরে ভারতীয় জনতা পার্টির বিজয় সংকল্প সমাবেশে যোগ দেন অমিত শাহ। সেখানেই তিনি ঝাড়খণ্ড সরকারকে কমিশনা করেন।

    অমিত শাহ বলেন, ‘সাঁওতাল পরগণায় আদিবাসীদের জনসংখ্যা আগের ৩৫ শতাংশ ছিল। এখন কমে ২৪ শতাংশ হয়েছে। হেমন্ত সোরেন সরকার পরিবর্তিত জনসংখ্যার উপর নজর রাখছে। অবৈধ অনুপ্রবেশকারীরা আদিবাসীদের জমি দখল করছে। তারা উপজাতি মেয়েদের শোষণ করছে। কিন্তু হেমন্ত সোরেন সরকার ভোট ব্যাঙ্কের রাজনীতির কারণে অন্য পথ দেখছে। কোনও ব্যবস্থা নিচ্ছে না।’ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘বিজেপি এলাকার জনসংখ্যার পরিবর্তন হতে দেবে না। আমরা নিশ্চিত করব যে এই জমি তাদের মালিকানাধীন থাকবে।’

    বিজেপি নেতারা বিভিন্ন সময়ে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার জন্য শাসক জেএমএম এবং কংগ্রেসকে আক্রমণ করেছে। শাহ অঙ্গীকার করেছেন, আগামী বছরের লোকসভা নির্বাচনে রাজ্য থেকে ১৪টি আসনে জয়লাভ করবে বিজেপি।’ দুর্নীতি প্রসঙ্গে হেমন্ত সোরেনকে আক্রমণ করে অমিত শাহ বলেন, ‘হেমন্ত সোরেনের উচিত কান খোলা রেখে শোনা। আমার বলতে দ্বিধা নেই, ঝাড়খণ্ডে যে সরকার চলছে তা এখন দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার।’ 

    এ নিয়ে পাল্টা বিজেপিকে আক্রমণ করেছেন জেএমএমের মুখপাত্র মনোজ পাণ্ডে। তিনি বলেন, ‘অমিত শাহের মন্তব্যে বিজেপির হতাশা প্রতিফলিত হচ্ছে। হেমন্ত সোরেনের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। আজ তিনি সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী।’

    (এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)