• জঙ্গলে পাওয়া ‘সোনার দুর্গা’ প্রশাসনকে দিতে নারাজ গ্রামবাসী, চলছে পুজো, মানিকচকে ভক্তের ভিড়
    আনন্দবাজার | ০৮ ফেব্রুয়ারি ২০২৩
  • জঙ্গলে পাওয়া ‘সোনার দুর্গামূর্তি’ নিয়ে হুলস্থুল মালদহের মানিকচকের চৌকি মীরদাদপুরের রাজনগরের দামোদরপুর ঘোষপাড়া এলাকায়। কুড়িয়ে পাওয়া মূর্তি নিয়ে চলছে পুজোআচ্চা। ওই মূর্তি দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন অগণিত ভক্ত। বসে গিয়েছে মেলাও।

    বুধবার মীরদাদপুর অঞ্চলের রাজনগরের দামোদরপুর ঘোষপাড়া এলাকার বাসিন্দা বিশু ঘোষের জমিতে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে একটি মূর্তি খুঁজে পান কয়েক জন। সেই খবর জানাজানি হতেই ঘটনাস্থলে বাড়ে কৌতূহলী জনতার ভিড়। তাঁরা মূর্তিটিকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেন। দাবি করা হয়, মূর্তিটি সোনার। ওই মূর্তি সোনার কি না তা পরীক্ষা করার প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে যান। মূর্তিটিকে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করেন তাঁরা। কিন্তু জেলার মহাকুমা শাসক লাডেন লেপচার নেতৃত্বে তিন সদস্যের দলের হাতে ওই মূর্তি তুলে দিতে অস্বীকার করেন স্থানীয়রা। মঙ্গলবার বেশ কিছু ক্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ওই এলাকা ছাড়েন সরকারি আধিকারিকরা।

  • Link to this news (আনন্দবাজার)