• বৈঠকে না গিয়ে মোদীর সঙ্গে দেখা করলেন লকেট, কারণ শুনলে অবাক হয়ে যাবেন…
    হিন্দুস্তান টাইমস | ০৮ ফেব্রুয়ারি ২০২৩
  • বঙ্গ বিজেপিতে জোর চর্চা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সেই ছবি তিনি হোয়াটস অ্য়াপ স্টাটাসে শেয়ারও করেছেন। কিন্তু প্রশ্নটা হল কেন তিনি দেখা করলেন মোদীর সঙ্গে?

    এদিকে রাজনৈতিক মহলে বার বার চর্চা হয় যে তৃণমূলে চলে যেতে চাইছেন লকেট। এনিয়ে তৃণমূলের নেতারাও নানা সময় ইঙ্গিত দিয়েছেন। তার মধ্য়েই ১৩জন তৃণমূলের আসতে পারেন বলে জানিয়েছেন কুণাল ঘোষ। বিজেপি ত্যাগ করে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। সেই পরিস্থিতিতে লকেটের সঙ্গে মোদীর সাক্ষাৎকার যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

    এদিকে দলের সংসদীয় বৈঠকে উপস্থিত ছিলেন না তিনি। কিন্তু মোদীর সঙ্গে দেখা করেন তিনি। এনিয়ে নানা চর্চা চলছে। তবে সংবাদমাধ্যমে প্রকাশ যে লকেট জানিয়েছেন, তিনি নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য় গিয়েছিলেন। পাশাপাশি পশ্চিমবঙ্গের পরিস্থিতি সম্পর্কে তিনি জানাতে গিয়েছিলেন।

    এদিকে প্রতি মঙ্গলবার সংসদীয় কমিটির বৈঠক থাকে। সেখানে গরহাজির থাকলেন লকেট। তাঁর দাবি, তাঁকে ব্যক্তিগতাভাবে কেউ মেসেজ করেননি। সেকারণে তিনি যেতে পারেননি। তাছাড়া গ্রুপের মেসেজ তাঁর চোখে পড়েনি। তবে কি দলের মধ্যে গুরুত্ব কমছে এটা আঁচ করে তিনি সোজা প্রধানমন্ত্রীর কাছে দরবার করলেন? নাকি বঙ্গ বিজেপি সম্পর্কে তাঁর মনের কোণেও ক্ষোভ জমা হচছে? তার জেরেই তিনি দেখা করলেন মোদীর সঙ্গে?

    এনিয়ে নানা চর্চা চলছে। তবে অনেকের মতে, সংসদীয় বৈঠকে তিনি না থাকার জেরে নানা কানাঘুষো শুরু হয়েছিল। তবে সেই বিতর্কে জল ঢালতেই তিনি এদিন মোদীর সঙ্গে দেখা করেন বলে মনে করা হচ্ছে। তবে এনিয়ে বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    তবে মোদীর সঙ্গে সাংসদের এই সাক্ষাৎকারকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই হুগলির বিজেপির অন্দরে থাকা নেতৃত্ব যথেষ্ট খুশি। রাজ্য়ের পরিস্থিতি সম্পর্কে লকেট সরাসরি মোদীর কাছে নালিশ করেছেন বলেও মনে করছেন অনেকে। সেক্ষেত্রে এবার মোদী কী পদক্ষেপ নেন সেদিকেই তাকিয়ে রয়েছেন অনেকে।

    কিন্তু রাজ্যের পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে তিনি যদি বঙ্গ বিজেপির সাতকাহন তুলে ধরেন তবে অস্বস্তি বাড়তে পারে অনেকের। এনিয়ে বিজেপির অন্দরে জল্পনা তুঙ্গে। তবে সূত্রের খবর, জেলাস্তরে বিজেপির একাধিক কর্মসূচিতে সাংসদকে দেখা যায়। সেক্ষেত্রে তাঁর তৃণমূলে যোগদানের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন অনেকেই।

     
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)