• ‘মোদির কৃপায় ৬০৯ থেকে বিশ্বের ২ নম্বর’ সংসদে বিস্ফোরক রাহুল
    বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কোন জাদুতে বিশ্বের ধনী তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলেন গৌতম আদানি? ২০১৪ সালে শিল্পপতি হিসেবে যাঁর সম্পদের পরিমাণ ছিল ৮০০ কোটি ডলার, মাত্র আট বছরে তিনি মালিক হয়ে গেলেন ১৪ হাজার কোটি ডলারের! নরেন্দ্র মোদি যখন গুজরাতের মুখ্যমন্ত্রী, তখন আদানি ছিলেন এই তালিকার ৬০৯ নম্বর স্থানে। আর এখন মোদি যখন দু’বারের প্রধানমন্ত্রী, তখন আদানির স্থান বিশ্বে দ্বিতীয়। কীভাবে? জবাব দিতে হবে প্রধানমন্ত্রীকেই। 

    তিনদিন সংসদের অধিবেশন অচল থাকার পর মঙ্গলবার ছিল রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন। সেই মঞ্চেই আদানি ইস্যুতে চাঁছাছোলা ভাষায় নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। মোদির কৃপাতেই আদানির  ব্যবসার বাড়বাড়ন্ত বলে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। কটাক্ষের সুরে বললেন, ‘স্রেফ একজন ব্যবসায়ীর জন্য প্রধানমন্ত্রী যা করেছেন, তাতে ন঩রেন্দ্র মোদির সোনার মেডেল পাওয়া উচিত।’ গুজরাত থেকে আদানি-মোদির সম্পর্ক শুরু হয়ে ক্রমশ কীভাবে জাতীয় তথা আন্তর্জাতিক লেনদেনের বন্ধুত্ব পাকাপোক্ত করেছে—সংসদের ভরা সভায় একের পর এক পরিসংখ্যান দিয়ে তুলে ধরলেন রাহুল। দেশের বন্দর, বিমানবন্দরের বরাত পাইয়ে দেওয়া তো বটেই, ইজরায়েল অষ্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশে আদানিকে সঙ্গে নিয়ে গিয়ে কীভাবে নরেন্দ্র মোদি খনি থেকে বিদ্যুৎ কিংবা প্রতিরক্ষার চুক্তি করিয়েছেন, তার বর্ণনাও দিলেন। সে নিয়ে লোকসভায় চলল বিজেপি-বিরোধী বাগযুদ্ধও। রাহুল গান্ধী মি঩থ্যা বলছেন। দেশকে বিভ্রান্ত করছেন। যা বলছেন, তার প্রমাণ দিতে হবে বলে কেন্দ্রের মন্ত্রী-এমপিরা প্রতিবাদ করলেন বটে, তবে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন সোনিয়া-পুত্রও। বললেন, ‘সব প্রমাণ দিয়ে দেব।’ ভরা সভায় তুলে ধরলেন আদানি-মোদির সখ্য সম্পর্কের দু’টি ছবিও। সভায় পোস্টার প্রদর্শনের জন্য রাহুলকে সতর্ক করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। আদানির ভুয়ো কোম্পানির জন্য কেন ইডি, সিবিআই তদন্ত করেনি? এই প্রশ্ন করলেও জেপিসির দাবি অবশ্য তোলেননি রাহুল গান্ধী। তবে তাঁর প্রশ্নবাণই এদিন ঘায়েল করেছে গেরুয়া শিবিরকে। আদানিকে উইন্ডমিলের বরাত পাইয়ে দিতে ২০২০ সালে শ্রীলঙ্কায় কীভাবে রাজাপক্ষের সরকারকে চাপ দিয়েছিলেন মোদি, কীভাবে প্রধানমন্ত্রী বাংলাদেশ ঘুরে আসার পরই হল বিদ্যুৎ সরবরাহের চুক্তি, অস্ট্রেলিয়া ভ্রমণের পরই ঋণ মিলল এসবিআইয়ের, কীভাবে নীতি বদলে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও আদানিকে দেওয়া হয়েছে বিমানবন্দরের বরাত... একের পর এক পশ্ন তুলে ধরলেন রাহুল। চাইলেন একগুচ্ছ প্রশ্নের জবাবও। বললেন, প্রধানমন্ত্রীকে বলতে হবে কতবার মোদিজি-আদানি একসঙ্গে বিদেশ গিয়েছেন? কতবার মোদিজি ঘুরে আসার পরই আদানি সেই দেশে গিয়েছেন এবং বরাত পেয়েছেন? গত ২০ বছরে বিজেপিকে কত টাকা দিয়েছেন আদানি? ইলেক্টোরাল বন্ডের মাধ্যমেই বা আদানির থেকে কত টাকা পেয়েছে বিজেপি? 

    প্রথম পর্ব শেষ হয়েছে এদিন। দ্বিতীয় পর্ব আজ। কারণ, জবাব দেবেন প্রধানমন্ত্রী।
  • Link to this news (বর্তমান)