• ৭৪টি বিদ্যালয়ে ভেষজ উদ্যান, ২০৫টি স্কুলকে নিয়ে কর্মশালা
    বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুলে স্কুলে ভেষজ বাগান গড়তে যুগ্মভাবে কাজ করছে রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষাদপ্তর। এই কর্মসূচির প্রথম ধাপে বাছা হয়েছিল কোচবিহার জেলাকে। উত্তরবঙ্গের এই জেলায় ২৩৭৩ টি স্কুল আছে। তার মধ্যে ৭৪টি স্কুলে ভেষজ উদ্যান গড়া হয়ে গিয়েছে। বুধবার দিনহাটা হাইস্কুল ও ১০ ফেব্রুয়ারি তুফানগঞ্জ বিবেকানন্দ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এই সংক্রান্ত কর্মশালা হতে চলেছে। মোট ২০৫টি স্কুলকে ডাকা হয়েছে সেখানে। কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক (আয়ুষ) স্কুল পরিদর্শকদের চিঠি দিয়ে কর্মশালায় যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। দুই শতাধিক স্কুলে চিঠি পৌঁছে গিয়েছে। নাটাবাড়ির আয়ুর্বেদিক চিকিৎসক বাসবকান্তি দিন্দা জানিয়েছেন, শিক্ষকদের কর্মশালায় ‘ভেষজ সুরক্ষা : বিদ্যালয়ে ভেষজ উদ্যান’ নামে একটি বইয়ের উদ্বোধন হবে। চিকিৎসকের দাবি, পাঠ্যপুস্তকে ভেষজ সুরক্ষা বিষয়টি অন্তর্ভুক্ত করার আবেদন জমা দেওয়া হয়েছে স্কুলশিক্ষা দপ্তরে। এই বিষয়টি বিবেচনাধীন বলে জানিয়েছে শিক্ষাদপ্তর। দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী বলেছেন, ‘স্কুলে ভেষজ উদ্যান গড়ে উঠেছে কোচবিহারে। এটি গর্বের বিষয়।’
  • Link to this news (বর্তমান)