• বেঙ্গালুরুতে বিজেপি বিধায়কের স্টিকার লাগানো গাড়ির ধাক্কায় মৃত ২, জখম ৪
    বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৩
  • বেঙ্গালুরু: বেঙ্গালুরুর ব্যস্ত রাস্তায় গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন দু’জন। ঘটনাটি সোমবারের। দুর্ঘটনায় জখম হয়েছেন আরও চারজন। ওই এসইউভি গাড়িটিতে কর্ণাটকের সাগর কেন্দ্রের বিজেপির বিধায়ক হরতালু হালাপ্পার নামে স্টিকার সাঁটা ছিল। যদিও ঘটনার সময় বিধায়ক গাড়িতে ছিলেন না। পুলিস অভিযুক্ত গাড়ির চালক মোহনকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, সিগন্যাল লাল হওয়ার পর গাড়িটি থামাতে চেয়েছিল মোহন। কিন্তু ভুলবশত ব্রেক না কষে অ্যাক্সিলেটরে চাপ দেয়। এর ফলেই দুর্ঘটনাটি ঘটে। সামনে দাঁড়িয়ে থাকা দুই স্কুটার চালককে পিষে দেয় গাড়িটি। এছাড়াও দু’টি গাড়ি ও আরও একটি বাইককে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মাজিদ খান নামে এক স্কুটারচালকের মৃত্যু হয়। অপরজনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন তাঁরও মৃত্যু হয়। গাড়িতে বিজেপি বিধায়কের নামে স্টিকার থাকায় বিতর্ক শুরু হয়েছে। পুলিস জানতে পেরেছে, ওই এসইউভির মালিক বনদপ্তরের অবসরপ্রাপ্ত আধিকারিক রামু সুরেশ। তিনি বিজেপি বিধায়ক হালাপ্পার বেয়াই। অভিযুক্ত চালক মদ্যপ ছিল না বলে পুলিস জানিয়েছে। হালাপ্পার ডাক্তারি পড়ুয়া মেয়ে সুস্মিতাকে হাসপাতাল থেকে আনতে গিয়েছিল সে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)