• জম্মু ও কাশ্মীরে ‘বুলডোজার রাজ’ চলছে, কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীরা
    বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৩
  • শ্রীনগর: বেআইনি দখলদারদের উচ্ছেদে বুলডোজার চলছে জম্মু ও কাশ্মীরে। মোট ২০টি জেলায় এই অভিযান শুরু করেছে প্রশাসন। যা নিয়ে একযোগে সোচ্চার হয়েছে বিরোধীরা। তাদের অভিযোগ, অবৈধ দখলদারদের উচ্ছেদের নামে গরিব মানুষ ও বিরোধীদের টার্গেট করা হচ্ছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ যে জমিতে চাষাবাদ ও বসবাস করে আসছেন, তাঁদেরকে আজ সেই জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। অবৈধ ঘোষণা করে বুলডোজার চালাচ্ছে প্রশাসন। শুধু তাই নয়, মোদি সরকার তাঁদের গৃহহীন করে বেঁচে থাকার অধিকারও কেড়ে নিচ্ছে। বুলডোজার নীতির প্রতিবাদে পিডিপি, এনসি, আপ, ডিএপি এবং পিপলস কনফারেন্সের মতো বিরোধী দল একযোগে বিক্ষোভ দেখায়। মঙ্গলবার শ্রীনগরের শের-ই-কাশ্মীর পুরসভা পার্কের কাছে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন পিডিপি নেতা-কর্মীরা। তাঁরা প্ল্যাকার্ড নিয়ে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। 

    প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি বলেন, ‘জম্মু ও কাশ্মীরকে আফগানিস্তানে পরিণত করছে কেন্দ্র।’ ন্যাশনাল কনফারেন্সের নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও ‘বুলডোজার রাজ’ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর অভিযোগ, ‘১৯৫০ সালে ভূমি সংস্কারের মাধ্যমে ভূমিহীন কৃষকদের জমির মালিকানা দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী শেখ আবদুল্লা। এখন তা কেড়ে নিতে চাইছে মোদি সরকার।’ কেন্দ্রের বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ করেছেন পিপলস কনফারেন্সের সভাপতি সাজ্জাদ লোন। ২০০৭ সালে জম্মু ও কাশ্মীর বিধানসভায় পাশ হওয়া ‘রোশনি আইনে’ জমির দখলদারদের মালিকানার অধিকার দিয়েছিল তৎকালীন রাজ্য সরকার। ২০২০ সালে প্রকল্পকে অবৈধ বলে রায় দিয়েছিল জম্মু ও কাশ্মীর হাইকোর্ট। 
  • Link to this news (বর্তমান)