• কষ্টিপাথরের কৃষ্ণ চলল মিউজিয়ামে
    বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৩
  • সংবাদদাতা, বসিরহাট: ছিল থানার মালখানায়। সেখান থেকে কষ্টিপাথরের কৃষ্ণমূর্তি চলল কলকাতা হাইকোর্টের মিউজিয়ামে। বসিরহাট থানা এলাকা থেকে ২০১৩ সালে, অর্থাৎ ১০ বছর আগে উদ্ধার হয়েছিল এই কষ্টিপাথরের কৃষ্ণমূর্তিটি। এ ব্যাপারে গ্রেপ্তারও হয়েছিলেন একজন। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হওয়া ‘সিজার প্রপার্টি’ হিসেবে বসিরহাট থানার মালখানায় রাখা ছিল কৃষ্ণমূর্তিটি। আদালতের নির্দেশ অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিসিয়াল ট্রাস্টি অব ওয়েস্ট বেঙ্গল বিপ্লব রায় মঙ্গলবার ২৪ কেজি ওজনের ও ২৪ ইঞ্চি উচ্চতার ওই মূর্তিটি হেফাতে নিলেন।

    বিপ্লব রায় বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, ৫০০ থেকে ৬০০ বছর আগে এই কৃষ্ণমূর্তিটি তৈরি হয়েছিল। আদালতের নির্দেশে মূর্তিটি আমরা হেফাজতে নিলাম। কলকাতা হাইকোর্টে তৈরি হতে চলেছে জুডিশিয়াল মিউজিয়াম অ্যান্ড রিসার্চ সেন্টার। সেখানে গবেষণা এবং প্রদর্শনের জন্য রাখা হবে মূর্তিটি। 
  • Link to this news (বর্তমান)