• যোগীরাজ্যে ২০০৫ সালে বিধায়ক হত্যার মূল সাক্ষীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা
    বর্তমান | ২৬ ফেব্রুয়ারি ২০২৩
  • লখনউ: এনকাউন্টার আর বুলডোজারের দাপটে উত্তরপ্রদেশ থেকে গুণ্ডারাজ চিরতরে ঘুচিয়ে দেওয়ার দাবি মাঝমধ্যেই করে থাকেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু তারপরও একের পর এক খুন, ধর্ষণ ও জুলুমবাজির ঘটনায় প্রায়ই শিরোনামে উঠে আসে দেশের সর্ববৃহৎ রাজ্যটি। ফের তেমনই একটি ঘটনা ঘটল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। ২০০৫ সালে বিএসপি বিধায়ক রাজু পাল হত্যাকাণ্ডের প্রধান সাক্ষীকে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। জানা গিয়েছে, গতকাল, শুক্রবার প্রয়াগরাজে নিজের বাড়ির সামনেই আততায়ীদের আক্রমণের শিকার হন উমেশ পাল। ২০০৫ সালে বিএসপির টিকিটে জেতা বিধায়ক রাজু পালকে খুন করা হয়েছিল। সেই হত্যকাণ্ডে মূল অভিযুক্তরা সকলেই এখন জেল হেফাজতে রয়েছেন। উমেশ ছিলেন সেই হত্যাকাণ্ডের প্রধান সাক্ষী। আজ, বাড়ির সামনে নিজের গাড়ি থেকে নামতেই এক দুষ্কৃতী আচমকা সামনে থেকে গুলি করে তাঁকে। ঘটনাস্থলেই উপস্থিত তাঁর দেহরক্ষীরা কিছু বুঝে ওঠার আগেই আরএক দুষ্কৃতী পাশ থেকে এসে বোমা ছোঁড়ে উমেশ পালের দিকে। সঙ্গে সঙ্গে ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আতঙ্কে এদিক সেদিক পালাতে শুরু করেন স্থানীয় মানুষজন। যার সুযোগ নিয়ে সেখান থেকে চম্পট দেয় আততায়ীরা। পুরো ঘটনাটিই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। অন্যদিকে, আহত উমেশ পালকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান তাঁর দেহরক্ষীরা। কিন্তু শেষরক্ষা হয়নি। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে প্রাণ হারান উমেশ। এই ঘটনায় ইতিমধ্যেই থানায় এফআইআর দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এদিন উত্তরপ্রদেশ বিধানসভায় এই নিয়ে পরস্পর বিবাদে জড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও বিরোধী দলনেতা অখিলেশ যাদব। অধিবেশন চলাকালীনই উমেশ পাল হত্যা নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তাঁদের মধ্যে।
  • Link to this news (বর্তমান)