• ওড়িশায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত বাংলার ৭
    বর্তমান | ২৬ ফেব্রুয়ারি ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওড়িশায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলার ৭ বাসিন্দা। ঘটনাটি ঘটেছে, ওড়িশার জাজপুর জেলার ধর্মশালা থানার অন্তর্গত চন্ডিপুরে।  আজ, শনিবার, ভোরবেলা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়িতে ধাক্কা মারে। সেই সময় গাড়িটিকে রাস্তার ধারে দাঁড় করিয়ে বিশ্রাম নিচ্ছিলেন চালক সহ প্রত্যেকে।  জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ৭জনকেই মৃত বলে ঘোষণা করেন। মৃতরা প্রত্যেকেই উত্তর ২৪ পরগনার মাটিয়া থানা এলাকার নেহারপুর গ্রামের বাসিন্দা। মৃতরা হলেন, সুরজ মণ্ডল (৪৪), মহম্মদ আমিরুল  আলি সর্দার (২৬), করিম সর্দার (২৬) মহম্মদ আমজাদ আলি সর্দার (২৬) , মহম্মদ আরিফ সর্দার (২৭), জাহাঙ্গির সর্দার (৩২) ও মোয়াজ্জেম সর্দার (৩২)। এদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। গতকাল, শুক্রবার বিকেলে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে করে ওই ৭জন ওড়িশার উদ্দেশে রওনা হয়েছিলেন। ডাম্পারের ধাক্কায় গাড়িটিও প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোরের দিকে ঘন কুয়াশা থাকার কারণে ডাম্পার চালক গাড়িটি দেখতে পাননি বলে অনুমান করছে পুলিস। এদিন এই ৭ জনের মৃত্যুর খবর গ্রামে এসে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিজনেরা। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার ইতিমধ্যেই মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। ওড়িশায় স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব মৃতদেহগুলি বাড়ি ফেরানোর চেষ্টা চলছে। সজন হারানো মানুষদের পাশে থেকে সবরকম সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
  • Link to this news (বর্তমান)