• ১০ রানে শেষ দল, ২ বলেই ম্যাচ জিতল প্রতিপক্ষ! আন্তর্জাতিক টি২০-তে কাদের খেলায় নতুন নজির?
    আনন্দবাজার | ২৭ ফেব্রুয়ারি ২০২৩
  • আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লজ্জার নজির গড়ল আইল অফ ম্যান। স্পেনের বিরুদ্ধে মাত্র ১০ রানে অলআউট হয়ে গেল গোটা দল। স্পেন মাত্র ২ বল খেলে ম্যাচ জিতে গেল। পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে এত কম রান এর আগে হয়নি। বিগ ব্যাশে সিডনি থান্ডার করেছিল ১৫ রান। সেটাই এত দিন এক ইনিংসে সর্বনিম্ন রান ছিল।

    স্পেনের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি আইরিশ সাগরের এই দ্বীপের ব্যাটাররা। মহম্মদ কামরান ও আতিফ মেহমুদ স্পেনের হয়ে ৪টি করে উইকেট নেন। তাঁরা দু’জনে মিলে ৮ ওভারে ৩টি মেডেন করেন। দেন ১০ রান। হ্যাটট্রিকও করেন কামরান। আইল অফ ম্যানের বাকি ২ উইকেট তুলেন নেন বাঁহাতি স্পিনার লর্ন বার্নস। তিনি কোনও রান দেননি। মাত্র ৮.৪ ওভারে গোটা দল অলআউট হয়ে যায়।

    রান তাড়া করতে নেমে প্রথম বলেই নো করেন জোসেফ। ফ্রি হিটে চার মারেন আওয়াইস আহমেদ। পরের বলে ছক্কা মারেন তিনি। ম্যাচ জিতে যায় স্পেন। সেই সঙ্গে ৬ ম্যাচের সিরিজ় ৫-০ জিতে যায় তারা। একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে।

    আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে এক ইনিংসে সর্বনিম্ন রানের নজির ছিল তুরস্কের। ২০১৯ সালে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ২১ রানে অলআউট হয়ে গিয়েছিল তারা। চলতি বছরই বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে ৫.৫ ওভারে ১৫ রানে অলআউট হয়ে গিয়েছিল সিডনি। সেই সব নজির ভেঙে ফেলল আইল অফ ম্যান।

  • Link to this news (আনন্দবাজার)