• Weather Update: ষষ্ঠীর দুপুর থেকেই হালকা বৃষ্টি, সন্ধেয় আরও দুর্যোগের আশঙ্কা কলকাতায়
    আজকাল | ০২ অক্টোবর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: ষষ্ঠীর সকালে রোদ ঝলমলে আকাশ।

    চড়া রোদ উপেক্ষা করেই উত্তর থেকে দক্ষিণ কলকাতায় রাস্তায় রাস্তায় মানুষের ঢল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাদা মেঘ সরে ধূসর মেঘের আনাগোনা আকাশে। দুপুরেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি শহর ও শহরতলিতে। বিকেল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। 

    আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ষষ্ঠীর বিকেল থেকেই বৃষ্টি শুরু হবে কলকাতায়। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরে দুই এক পশলা হালকা বৃষ্টি হলেও, বিকেলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা ও আশেপাশের এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এই আবহাওয়ায় সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শে দেওয়া হয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে। 

    আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ষষ্ঠীতে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। নিম্নচাপের কারণে সপ্তমী, অষ্টমী, নবমীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে। 
  • Link to this news (আজকাল)