• চ্যাম্পিয়ন ইন্ডিয়াই! ঘরের মাঠে ফের ক্যাঙারু বধ রোহিতদের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৪ মার্চ ২০২৩
  • অসম্ভব কোনও ট্যুইস্ট না ঘটলে আহমেদাবাদ টেস্টের ভবিতব্য ড্রয়েই নির্ধারিত ছিল। সেটাই হল শেষমেশ। ৯১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ট্র্যাভিস হেড এবং মার্নাস লাবুশানে হাফসেঞ্চুরি করে ম্যাচের ড্র হওয়া নিশ্চিত করেন।

    একমাত্র এই টেস্টই চলতি সিরিজে পাঁচ নম্বর দিনে গড়াল। ৯১ রানে এগিয়ে থেকে ভারত ম্যাচে জয়ের জন্যই ঝাঁপিয়েছিল। তবে হেড এবং লাবুশানে ভারতীয় বোলারদের হতাশ করে যান। দিনের শেষে অস্ট্রেলিয়া থামল ১৭৫/২-এ। ভারতকে হতাশ হতে হলেও ২-১ ব্যবধানে সিরিজের দখল রাখলেন রোহিতরা। ২০১৬/১৭ সাল থেকেই এই সিরিজ ভারতের কাছ থেকে কাড়তে পারেননি অজিরা।

    ট্র্যাভিস হেড ৯০ করেন এবং লাবুশানের সঙ্গে ১৩৯ রানের পার্টনারশিপ গড়ে যান। দিনের শেষে লাবুশানে ৬৩ রানে অপরাজিত। ম্যাচের শেষে দুই দলের ক্রিকেটাররা সৌজন্যসূচক করমর্দন করেন।

    দিনের শুরুতে ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কা ২ উইকেটে নিউজিল্যান্ডের কাছে প্ৰথম টেস্টে হেরে বসায় ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোও নিশ্চিত করে ফেলেছে। ৭ জুন লন্ডনের ওভালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)