• India-Australia: আহমেদাবাদ টেস্ট ড্র, কোহলির চোট বাড়াল চিন্তা
    আজকাল | ১৪ মার্চ ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ড্র।

    যায় ফলে ২-১ এ চার ম্যাচের টেস্ট সিরিজ জিতলেন রোহিতরা।‌ম্যাচের সেরা বিরাট কোহলি। সিরিজ সেরা রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। তবে আহমেদাবাদে জয় অধরা থাকলেও, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার রাস্তায় কোনও বাধা আসেনি। প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে রোহিতদের ছাড়পত্র এনে দিয়েছেন উইলিয়ামসনরা। ভারত-অস্ট্রেলিয়া টেস্টের শেষ দিনের দ্বিতীয় সেশন চলাকালীন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যাওয়ায় রোহিতদের মধ্যে একটা গাছাড়া মনোভাব দেখা যায়। আহমেদাবাদ টেস্টের চতুর্থ দিনের শেষে বিরাট কোহলির ১৮৬ রানে ভর করে অস্ট্রেলিয়ার রান টপকে গিয়েছিল ভারত। দিনের শেষে ৮৮ রানে এগিয়ে ছিলেন রোহিতরা। বিনা উইকেট হারিয়ে ৩ রান ছিল অস্ট্রেলিয়ার। পঞ্চম দিনের শুরুতে দ্রুত অজিদের উইকেট ফেলে দিতে পারলে একটা হালকা সুযোগ তৈরি হতে পারত রোহিতদের সামনে। কিন্তু মরা পিচ থেকে সুবিধা নিতে পারেনি অশ্বিন, জাদেজারা।

    খেলার শেষে ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান ছিল ১৭৫। একটুর জন্য শতরান হাতছাড়া করেন ট্রাভিস হেড। ১৬৩ বলে ৯০ করে অক্ষর প্যাটেলের বলে আউট হন। টেস্টে নিজের ৫০তম উইকেট তুলে নেন ভারতীয় স্পিনার। ৬৩ রানে অপরাজিত মার্নাস লাবুশেন। শেষ সেশনে ড্রিংকসের সময় ম্যাচ ড্র ঘোষণা করা হয়। তবে বিরাট কোহলির চোট চিন্তায় রাখবে ভারতীয় শিবিরকে। ফিল্ডিং করার সময় পায়ে টান লাগে। শেষ সেশনে মাঠে দেখা যায়নি বিরাটকে। আইপিএলের প্রাক্কালে এই চোট চিন্তায় রাখবে তাঁর ফ্রাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেও। টসে জিতে প্রথমে ব্যাট করে ৪৮০ রান তুলেছিল অস্ট্রেলিয়া। শতরান করেন উসমান খোয়াজা (১৮০) এবং ক্যামেরুন গ্রিন (১১৪)। ৬ উইকেট নিয়ে অনিল কুম্বলের রেকর্ড ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। ব্যাট করতে নেমে টেস্টে নিজের দ্বিতীয় শতরান করেন শুভমন গিল। কিন্তু টেস্টের আসল নায়ক বিরাট কোহলি। তিন বছর চার মাস পর টেস্ট শতরান করেন। তবে পার্টনারের অভাবে অল্পের জন্য দ্বিশতরান হাতছাড়া হয়। ১৮৬ রানে আউট হন বিরাট। তাঁর ব্যাটে ভর করে অজিদের রান পেরিয়ে যায় ভারত। প্রথম ইনিংস ৫৭১ রানে শেষ হয়। কিন্তু ডেড উইকেটে পঞ্চম দিন মিরাকেল ঘটিয়ে দলকে জয় এনে দিতে পারেনি ভারতীয় স্পিনাররা। 
  • Link to this news (আজকাল)