• Deputation: ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার, সামাল দিতে গিয়ে আহত পুলিশ কর্মী
    আজকাল | ১৪ মার্চ ২০২৩
  • মিল্টন সেন: অনুমোদন ছাড়া ডেপুটেশনে এসে আইন অমান্য বাম যুব সংগঠনের।

    ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে প্রায় ঘণ্টা খানেক কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় চুঁচুড়া ঘড়ির মোড় এলাকা। কর্মী সমর্থকদের ব্যারিকেড ভাঙার চেষ্টাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। কর্মী সমর্থকরা চড়াও হন পুলিশের উপর। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। চন্দননগর কমিশনারেট সূত্রে খবর, ডি.ওয়াই.এফ.আইয়ের তরফে হুগলি জেলা পরিষদে ডেপুটেশন কর্মসূচি ছিল এদিন।

    মঙ্গলবার থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কারণে কোনোরকম জমায়েত ছাড়া শান্তিপূর্ণ ডেপুটেশন দেওয়ার কথা ছিল। সেই অনুযায়ী এদিন দুপুরে চুঁচুড়া ঘড়ির মোড়ে জমায়েত করেন কর্মীরা। মিছিল নিয়ে জেলা পরিষদের দিকে এগোনোর চেষ্টা করতে গেলে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তাঁরা। পুলিশ বাধা দেওয়ায় শুরু হয় ধ্বস্তাধ্বস্তি। পুলিশের উপর চড়াও হন বাম কর্মী সমর্থকরা। শুরু হয় মারধর, পুলিশকে লক্ষ করে লাঠি ছোঁড়া। ঘটনায় গুরুতর আহত হন চার পুলিশকর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপ্রকার বাধ্য হয়ে মৃদু লাঠিচার্জ করে পুলিশ। আহত পুলিশ কর্মীরা চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।
  • Link to this news (আজকাল)