• Shantanu Banerjee: মাস্টারমাইন্ড কুন্তল, দাবি শান্তনুর
    আজকাল | ১৪ মার্চ ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: সব কিছুর মূলেই কি কুন্তল ঘোষ? যদিও সোমবার এই দাবিই করেছেন নিয়োগ কাণ্ডে ধৃত হুগলির তৃণমূল কংগ্রেস নেতা এবং ওই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু ব্যানার্জি।

    এদিন আদালতে যাওয়ার পথে এই অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, মাস্টারমাইন্ড হলেন কুন্তল। তিনি মিথ্যা অভিযোগ করে সকলকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তাঁর অভিযোগ, সকলকে বিভ্রান্ত করে কুন্তল তাঁর টাকা অন্য রাজ্যে সরিয়ে দিচ্ছেন এবং এজেন্টদের ভয় দেখাচ্ছেন।

    একইসঙ্গে এই যুবনেতার দাবি, তিনি নির্দোষ। তাঁর সব সম্পত্তি বৈধ এবং সেবিষয়টি আগামীদিনে প্রমানিত হবে।  কার্যত শান্তনুর সম্পত্তি ঘিরে তৈরি হয়েছে বিস্ময়। জানা গেছে, একাধিক গাড়ি ছাড়াও এই যুবনেতার বিলাসবহুল রিসর্ট, ধাবা, হোম স্টে-সহ পাওয়া গেছে আরও সম্পত্তির সন্ধান। শান্তনু রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার একজন কর্মী। কীভাবে বলাগড়ের এই নেতার এত সম্পত্তি হল তা নিয়ে হুগলির বহু তৃণমূল নেতারও তৈরি হয়েছে বিস্ময়।
  • Link to this news (আজকাল)