• SSC: নম্বর ছিল ১, বেড়ে হয়েছে ৫৭ ! তালিকা প্রকাশ এসএসসির
    আজকাল | ১৪ মার্চ ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: কারোর ১ নম্বর বেড়ে হয়েছে ৫২ আবার কারোর হয়েছে ৫৭।

    কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসির প্রকাশিত অবৈধ নিয়োগের তালিকায় নম্বরের এই হেরফের দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে। 
    কীভাবে হয়েছে এই কারচুপি? জানা গেছে, ওএমআর শিটের নম্বর সার্ভারে তোলার সময় এই গরমিল করা হয়েছে। আর এই নম্বর শুধুমাত্র চাকরি প্রাপকদেরই নয়, ওয়েটিং লিস্টে থাকা বহু প্রার্থীরও এভাবে নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে। এই সংখ্যাটা প্রায় ৩ হাজার ৩০ জন বলে এসএসএসসি জানিয়েছে। নম্বর বাড়ানোর পাশাপাশি নম্বর কমিয়েও দেওয়া হয়েছে। 
    কার্যত নিয়োগ দুর্নীতি মামলায় একের পর দুর্নীতি সামনে আসছে। ইতিমধ্যেই আদালতের নির্দেশে চাকরি বাতিল করা হয়েছে অনেকের। গত শনিবার এসএসসি আদালতের নির্দেশে গ্রুপ সি পদে ৭৮৫ জনের চাকরির সুপারিশপত্র বাতিল করে।
  • Link to this news (আজকাল)