• মার্কিন যুক্তরাষ্ট্রে ঝাঁপ ফেলল আরও একটি ব্যাঙ্ক, আশ্বাসবাণী প্রেসিডেন্ট জো বাইডেনের ৯৯ টাকায় বিলেতের ব্যবসা বিক্রি এসভিবির
    বর্তমান | ১৪ মার্চ ২০২৩
  • ওয়াশিংটন: সিলিকন ভ্যালি ব্যাঙ্কের (এসভিবি) পর এবার সিগনেচার ব্যাঙ্ক। ঝাঁপ বন্ধ হল মার্কিন যুক্তরাষ্ট্রের আরও একটি আর্থিক প্রতিষ্ঠানের। এসবিভি’র মতোই নিউইয়র্কে অবস্থিত সিগনেচার ব্যাঙ্কের নিয়ন্ত্রণ সোমবার থেকেই নিজেদের হাতে তুলে নিয়েছে ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি)। এদিকে, এভাবে দেশের একের পর এক আর্থিক প্রতিষ্ঠানে ‘লালবাতি’ জ্বলা নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন, এই ঘটনা জন্য যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে তাঁর মন্তব্য, ‘মার্কিন নাগরিক ও ব্যবসায়ীরা এই বিশ্বাস রাখতে পারেন যে তাঁদের আমানত সুরক্ষিত রয়েছে ও প্রয়োজনমতো তাঁরা সেগুলি নিতেও পারবেন।’ এরই মধ্যে সোমবার একটি সিলিকন ভ্যালি ব্যাঙ্কের (এসভিবি) একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ব্রিটেনে তাদের ব্যবসার পুরোটাই নামমাত্র টাকায় বিক্রি করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। একটি বহুজাতিক ব্যাঙ্ক মাত্র ১ ব্রিটিশ পাউন্ড বা ৯৯ টাকায় এসবিভির ব্রিটেনের ব্যবসা কিনেছে বলে খবর। 

    প্রযুক্তিভিত্তিক স্টার্টআপগুলিতে বিনিয়োগের মাধ্যমে অল্প সময়ে বিপুল সম্পদ তৈরি করেছিল এসভিবি, সিগনেচারের মতো ব্যাঙ্কগুলি। সেই টাকা বিনিয়োগ করা হয়েছিল মার্কিন বন্ডে। কিন্তু, ফেডারেল রিজার্ভ গত বছর থেকে সুদের হার বাড়ানো শুরু করতেই হু হু করে পড়ে যায় বন্ডের দাম। শেষপর্যন্ত বিপুল লোকসানের বোঝা কাঁধে নিয়ে পাততাড়ি গোটাতে বাধ্য হয় এসবিভি। এবার একই পথে হাঁটল সিগনেচার ব্যাঙ্কও। যদিও, প্রেসিডেন্টের সুরেই দেশবাসীকে আশ্বস্ত করে মার্কিন ট্রেজারি দপ্তর বিবৃতি দিয়ে জানিয়েছে, সিলিকন ভ্যালি বা সিগনেচার ব্যাঙ্ককে দেউলিয়া ঘোষণা করা হবে না। করদাতা এবং আমানতকারীদের স্বার্থও রক্ষা করা হবে। সোমবার থেকে দু’টি ব্যাঙ্কেরই গ্রাহকরা তাঁদের গচ্ছিত অর্থ তুলতে পারবেন। পাশাপাশি, ব্যাঙ্কগুলির গ্রাহকদের চাহিদা মেটাতে বাড়তি অর্থের জোগান দেওয়ার কথা জানিয়েছে ফেডেরাল রিজার্ভও।

    এদিকে, এসবিভির ভরাডুবি নিয়ে ‘হিন্ডেনবার্গ’-কে টেনে কটাক্ষ করেছেন ভারতীয় নেটিজেনদের একাংশ। যেমন অভিনেতা বিন্দু দারা সিং প্রশ্ন তুলেছেন, এসভিবির অনিয়ম কেন ধরতে পারল না হিন্ডেনবার্গ। অন্য একজনের টুইট, ‘আদানিরা তো বেঁচে গেলেন। কিন্তু, এসবিভি পারল না। নিজেদের পড়শির হাঁড়ির খবরই জানতে পারল না হিন্ডেনবার্গ।’
  • Link to this news (বর্তমান)