• উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষাকেন্দ্র ৯৯টি ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ৬ হাজার বেশি
    বর্তমান | ১৪ মার্চ ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: আজ, মঙ্গলবার রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। আগেভাগেই সবরকম প্রস্তুতি সেরে রেখেছে প্রশাসন। কোথাও কোনও খামতি যাতে না থাকে সেজন্য সমস্ত দিক থেকেই চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। জেলায় ৩৩ হাজার ২৪৮ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে। এবারও ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। মোট ১৩ হাজার ৯৩৮ জন ছাত্র ও ১৯হাজার ৩১০ জন ছাত্রী পরীক্ষায় বসবে। জেলার মোট ৯৯টি কেন্দ্রে পরীক্ষা চলবে। যার মধ্যে ৩৪টি মূল কেন্দ্র। আঁটোসাটো নিরাপত্তার মধ্যে নির্বিঘ্নে পরীক্ষাপর্ব শেষ করাই প্রশাসনের লক্ষ্য।

    সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষাকেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে সমস্ত জেরক্সের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শহর এলাকায় যানজট রুখতে সবরকম ব্যবস্থা নিয়েছে পুলিস। ট্রাফিক নিয়ন্ত্রণে বাড়তি পুলিস মোতায়েন থাকছে। রাস্তার মোড়ে ক্যাম্প করা হবে। যে কোনও অসুবিধায় হেল্পলাইন নম্বরে জানালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিস। 

    প্রতিবারের মতো এবারও পরীক্ষাকেন্দ্রে বেশকিছু নিয়মবিধি মানার ব্যাপারে নির্দেশ দিয়েছে সংসদ। কোনও পরীক্ষার্থী, পরিদর্শক বা শিক্ষকরা মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না। কেবলমাত্র পর্ষদ মনোনীত অবজার্ভার, ভেন্যু সুপারভাইজার, প্রধান শিক্ষক বা টিআইসিরা পুলিস ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার প্রয়োজনে মোবাইল ব্যবহার করতে পারবেন। এছাড়াও কিছু পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরায় নজরদারির ব্যবস্থা থাকছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ঢোকার মুখে পরীক্ষার্থীদের তল্লাশি চালানো হবে।

    এবার যেসব পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে তারা করোনার কারণে ২০২১ সালে হোম সেন্টারেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। এবারই তারা বাইরের স্কুলে পরীক্ষা দেবে। তাই পরীক্ষার্থীরা যাতে কোনও সমস্যায় না পড়ে তা নজরে রাখবেন শিক্ষকরা। কন্ট্রোল রুম থেকে প্রশ্নপত্র পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো থেকে শুরু করে কোথাও কোনও পরীক্ষার্থীর অসুস্থতার কারণে সমস্যা হলে তা মনিটরিং করা হবে। 

    অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) সুপ্রিয় দাশ বলেন, রাজ্যের নির্দেশমতো আমরা প্রশাসনিক স্তরে পরীক্ষার আগে পরিদর্শক, শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছি। নিজেদের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা হয়েছে। শুধুমাত্র পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর শৌচাগারের যাওয়ার অনুমতি পাবে ছাত্রছাত্রীরা। সমস্ত নির্দেশিকা পরীক্ষকদের জানিয়ে দেওয়া হয়েছে। আশা করি, এবার নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হবে। পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের আশপাশে কোনও জেরক্সের দোকান যাতে না খোলা থাকে সেদিকেও পুলিস, প্রশাসন নজরদারি চালাবে। 

    সিউড়ি নেতাজি বিদ্যাভবনের প্রধান শিক্ষক অক্ষয়কুমার মণ্ডল, আমাদের স্কুলে প্রায় ১৬টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। তিনটি স্কুলের পড়ুয়ারা পরীক্ষা দেবে। দোতলায় সবার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের নির্দেশমতো সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা স্কুল পরিদর্শক(মাধ্যমিক) চন্দ্রশেখর জাউলিয়া বলেন, সংসদের নির্দেশমতো সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।  উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি। সিউড়ির নেতাজি বিদ্যাভবন স্কুলে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)