• নিজশ্রী প্রকল্পে ফ্ল্যাট পেল ৪৭টি পরিবার বাঁকুড়ায় চাবি পেয়ে খুশি উপভোক্তারা
    বর্তমান | ১৪ মার্চ ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: রাজ্য সরকারের ‘নিজশ্রী’ প্রকল্পের অধীনে ৪৭ জন উপভোক্তাকে ফ্ল্যাটের চাবি তুলে দিল জেলা প্রশাসন। বাঁকুড়ার আইলাকান্দিতে তৈরি হয়েছে চারটি টাওয়ার। সেখানে ৬৪টি ফ্ল্যাট রয়েছে। প্রায় ৯ লক্ষ ৩০ হাজার টাকায় উপভোক্তারা ফ্ল্যাট পেয়েছেন। সোমবার একটি অনুষ্ঠানের মাধ্যমে সেখানকার ৪৭জন উপভোক্তাকে ফ্ল্যাটের চাবি তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে ছিলেন বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ার, পুরসভার চেয়ারম্যান অলোকা সেন মজুমদার, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অরিন্দম বিশ্বাস, নিজশ্রী প্রকল্পের ওসি জাহাঙ্গীর মল্লিক প্রমুখ। 

    জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ায় এই প্রথম নিজশ্রী প্রকল্পে তৈরি হওয়া ফ্ল্যাট হস্তান্তর করা হল। ২০১৯ সালের শেষের দিকে আইলাকান্দিতে ফ্ল্যাট তৈরির কাজ শুরু হয়। চলতি বছরেই তা শেষ হয়। লটারির মাধ্যমে সেখানে ৬৪জন উপভোক্তাকে ফ্ল্যাট বরাদ্দ করা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার বলরামপুরের সভা থেকে নিজশ্রী প্রকল্পের ফ্ল্যাটের উদ্বোধন করেন। তারপর এদিন ফ্ল্যাটের বাসিন্দাদের হাতে জেলা প্রশাসন চাবি তুলে দেয়।

    জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, নিজশ্রী প্রকল্পের উপভোক্তারা বাঁকুড়া জেলারই বাসিন্দা। অনেকেই ফ্ল্যাট পেতে আবেদন করেছিলেন। ভিডিও গ্রাফির মাধ্যমে লটারি করে উপভোক্তাদের সেই ফ্ল্যাট দেওয়া হয়েছে।   

    প্রশাসন সূত্রে খবর, ফ্ল্যাটগুলি টু বিএইচকে বিশিষ্ট। ৫৫৯ বর্গফুটের। ন’লক্ষ ২৮ হাজার টাকার বিনিময়ে এক-একটি ফ্ল্যাট মিলেছে। ছ’টি কিস্তির মাধ্যমে উপভোক্তারা ফ্ল্যাটের দাম দিয়েছেন। সেখানে রয়েছে বাউন্ডারি ওয়াল, জলের রিজার্ভার। এছাড়া টিউবওয়েল, গার্ড রুম, পাইপ লাইনের বন্দোবস্তও রয়েছে। ফ্ল্যাটগুলির বাজারমূল্য প্রায় ২৬ লক্ষ টাকা হতে পারে। কিন্তু, সরকারি উদ্যোগে নির্মিত হওয়ায় তা সাড়ে ন’লক্ষ টাকাতেই মিলল। 

    টু বিএইচকে ফ্ল্যাটগুলিতে দু’টি করে বেড রুম রয়েছে। এছাড়া রান্নাঘর, বাথরুম ও ড্রয়িং রুমও রয়েছে। বাঁকুড়া পুরসভা এলাকার মধ্যেই সেগুলি নির্মিত হয়েছে। প্রশাসনের এক কর্তা বলেন, টাওয়ারগুলি নির্মাণে প্রায় সাড়ে ছ’কোটি টাকা খরচ হয়েছে। 

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আইলাকান্দিতে ৬৪টি ফ্ল্যাট তৈরি হলেও এদিন সেখানে ৪৭জনকে চাবি তুলে দেওয়া হয়। বাকিদের কিস্তির টাকা কিছু বাকি রয়েছে। তাঁদেরও কিস্তি মিটলে আগামী দিনে চাবি দেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে। 

    পুরসভার চেয়ারম্যান বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্ক প্রসূত এই নিজশ্রী প্রকল্প। বহু প্রতীক্ষার মধ্যে দিয়ে বাঁকুড়ায় প্রকল্পের বাস্তবায়ন হয়েছে। শহরের বুকে বাড়ি তৈরিতে মধ্যবিত্তদের অনেককেই নানা সমস্যার মধ্যে পড়তে হয়। এক্ষেত্রে আর্থিক সমস্যাই সবচেয়ে বেশি। কিন্তু, রাজ্য সরকার সেই সমস্যার সমাধান করেছে। বাজারের তুলনায় অনেক কম খরচেই উপভোক্তারা পাকা ও সুন্দর বাড়ি পেলেন।  

    ফ্ল্যাট প্রাপক শ্যামল মুখোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী আমাদের মতো মধ্যবিত্তদের কথা চিন্তা করেছেন বলেই বাজার থেকে অনেক সস্তায় ফ্ল্যাট পেয়েছি। আরএক উপভোক্তা বিশ্বরূপ দে বলেন, ন’লক্ষ ২৮ হাজার টাকা খরচে ২ বিএইচকে ফ্ল্যাটের চাবি পেলাম। এখন বাঁকুড়া শহরেই বাড়ি ভাড়া নিয়ে আছি। নতুন ফ্ল্যাটে সামান্য কিছু কাজ করেই ঢুকব।
  • Link to this news (বর্তমান)