• উপাচার্যের উস্কে দেওয়া অমর্ত্য সেনের নোবেল-বিতর্ক এড়ালেন অনুপম খের
    বর্তমান | ১৪ মার্চ ২০২৩
  • সংবাদদাতা, বোলপুর: অমর্ত্য সেনের নোবেল বিতর্ক সচেতনভাবে এড়িয়ে গেলেন ‘পদ্মশ্রী’ অভিনেতা অনুপম খের। বিশ্বভারতীর ৫৭তম ‘লেকচার ‘সিরিজ’ বক্তব্য রাখতে সোমবার তিনি শান্তিনিকেতনে এসেছিলেন। স্বভাবতই বাঙালি অর্থনীতিবিদের নোবেল প্রাপ্তি নিয়ে ওঠা বিতর্কের বিষয়ে তাঁকে ছেঁকে ধরেন সাংবাদিকরা। বিতর্কটা উস্কে দিয়েছিলেন স্বয়ং বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বিশ্বভারতীর সঙ্গে অমর্ত্য সেনের জমি সংক্রান্ত ঝামেলাকে একেবারে ব্যক্তিগতস্তরে নামিয়ে এনে উপাচার্য বলেছিলেন, ‘অর্থনীতিবিদ নোবেল পুরস্কারই পাননি।’ তাঁর এহেন বিস্ফোরক মন্তব্যকে ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়। এদিন বিশ্বভারতীতে দাঁড়িয়ে সেই বিতর্ক নিয়ে একটি শব্দও খরচ করলেন না অনুপম। শুধু বলেছেন, ‘যে বিষয়ে জানি না, তা নিয়ে কোনও মন্তব্য করব না।’ তবে, শান্তিনিকেতনকে ‘জ্ঞানের মন্দির’ বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর কথায়, ‘এখানে এসে মন্দিরে আসার মতো অনুভূতি হচ্ছে আমার।’

    এদিন বিশ্বভারতীতে বক্তব্য রাখার পাশাপাশি একাধিক বিষয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা। ভারতীয় সিনেমার অস্কার জয় থেকে শুরু করে টলিউডে দুর্নীতি কিংবা জেলায় রাজনৈতিক হিংসা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তিনি। নাটু নাটু এবং দ্য এলিফ্যান্ট হুইস্পারার্সের অস্কার বিজয় প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতীয় হিসেবে গর্বিত। এই দুটি সিনেমা ভারতের ভূমি ও সংস্কৃতির সঙ্গে যুক্ত। যেমনটা মানিকদা (সত্যজিৎ রায়) বানাতেন। এটা আমাদের কাছে অত্যন্ত গৌরবের বিষয়।’ আর বিশ্বভারতীতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন, ‘মানুষের জীবনের কোনও অংশ বা সময় ব্যর্থ হতেই পারে। তাই বলে কোনও মানুষ ব্যর্থ হয় না।’

    অনুপম খের বরাবরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘনিষ্ঠ বলে পরিচিত। ফলে বিশ্বভারতীতে তাঁকে আমন্ত্রণ জানানো নিয়ে বিতর্ক শুরু হয়। গতকাল কলকাতায় তার জবাব দিয়েছেন তিনি। বলেছেন, ‘ইঁদুর চাইলেও আমার শান্তিনিকেতন যাওয়া আটকাতে পারবে না। কারণ আমি বাঘ।’ এদিন শান্তিনিকেতনে এলেও তাঁকে কোনও অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হয়নি। দুপুর পৌনে দুটো নাগাদ তিনি শান্তিনিকেতনের রতন কুঠিতে যান। সেখানে বিশ্বভারতীর রীতি মেনে তাঁকে বরণ করা হয়। এরপর বিকালে উত্তরায়ণ প্রাঙ্গণে বিচিত্রা মিউজিয়াম সহ উদয়ন, উদীচী প্রভৃতি রবীন্দ্রনাথ ব্যবহৃত ভবন ঘুরে দেখেন। তাতে তিনি আপ্লুত বলেও জানিয়েছেন। 

    ‘কাশ্মীর ফাইলস’-এ অন্যতম অভিনেতা ছিলেন অনুপম খের। এই সিনেমা বক্স অফিসে সাফল্য পেলেও বিতর্ক কম হয়নি।  সেই বিতর্কের জবাব দিতে  গিয়ে অভিনেতা বলেছেন, ‘আমি দীর্ঘদিন ধরে সিনেমার সঙ্গে যুক্ত। সেখানে দু’ ধরনের লোক থাকে। একজন বলে, একজন করে। আমি কাজ করার দলে। ৩৮ বছরের ক্যারিয়ারে ৫৩৪ সিনেমায় কাজ করেছি। কে কি বলল ভাবি না।’ অভিনেতা সতীশ কৌশিকের মৃত্যুতে ১৫ কোটির যোগের বিষয়টিও খণ্ডন করে দিয়েছেন তিনি। তাঁর সাফ বক্তব্য, ‘সবই বাজে কথা। পুলিস রিপোর্ট দিয়েছে। আমি ডাক্তারদের সংস্পর্শে রয়েছি। ভুলভাল রটানো হচ্ছে।’ 
  • Link to this news (বর্তমান)