• আজ শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক, মোবাইল নিয়ে কড়া হুঁশিয়ারি
    বর্তমান | ১৪ মার্চ ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, মঙ্গলবার শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এদিন প্রথম ভাষার পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। মোট ৮ লক্ষ ৫১ হাজার ৭০৬ জন নথিভুক্ত পরীক্ষার্থী রয়েছে। মোট ভেন্যুর সংখ্যা ২৩৪৯টি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, কেন্দ্রে মোবাইল বা ওই জাতীয় বৈদ্যুতিন গ্যাজেট সহ ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল পর্যন্ত হতে পারে। এর ফলে সে আর কখনওই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না। প্রসঙ্গত, মোবাইল ধরার জন্য বিশেষ আরএফডি যন্ত্রও থাকছে বিভিন্ন কেন্দ্রে। শিক্ষক-পরিদর্শকরাও একাধিকবার তল্লাশি চালাবেন। পরীক্ষার্থীরা কোনও গুরুতর সমস্যায় ফোন বা ইমেল করতে পারবেন সংসদে। c.bhatta@gmail.com (সভাপতি), secretary@wbchse.org.in এবং ৯৬৭৪৩৪৪২২ (সচিব) dsexamination@wbchse.org.in এবং ৯৯০৩১৮৮৩৮৭ (উপসচিব, পরীক্ষা) প্রভৃতি ইমেল আইডি এবং ফোন নম্বর সংসদের তরফে দেওয়া হয়েছে। আঞ্চলিক কার্যালয়গুলিতে যোগাযোগের নম্বরও ওয়েবসাইটে রয়েছে। 
  • Link to this news (বর্তমান)