• নিয়োগ দুর্নীতি ৩৫০ কোটিতে পৌঁছেছে, আদালতে দাবি ইডির কেস ডায়েরিতে মিলেছে চাঞ্চল্যকর নাম
    বর্তমান | ১৪ মার্চ ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতির টাকার অঙ্ক ৩৫০ কোটিতে পৌঁছে গিয়েছে। এর পরিমাণ আরও বাড়তে পারে। সোমবার আদালতে এমনটাই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই সঙ্গে ইডির আইনজীবীর বক্তব্য, পুরুলিয়ার ছোট টিলা থেকে এই দুর্নীতি পৌঁছে গিয়েছে এভারেস্টের চূড়ায়। অভিযুক্ত ও ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মোবাইলে এমন কিছু তথ্য রয়েছে, যা কার্যত সোনার খনি! হুগলির এই তৃণমূল নেতা কতটা প্রভাবশালী, সে সংক্রান্ত তথ্যও আদালতে তুলে ধরে ইডি। তাদের তরফে আদালতে কেস ডায়েরি পেশ করে জানানো হয়, এতে চাঞ্চল্যকর কয়েকটি নাম মিলেছে। 

    নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শান্তনুকে এদিন ইডির বিশেষ আদালতে হাজির করানো হয়। তদন্তকারী সংস্থার আইনজীবী অভিজিৎ ভদ্র ও  ভাস্করপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বিচারককে বলেন, একজন মোবাইলের দোকানদার থেকে রিসর্ট, রেস্তরাঁ ও বিপুল পরিমাণ জমির মালিক হন শান্তনু। তদন্তে জানা গিয়েছে, ২০১২ সালের টেট পরীক্ষার্থীদের একাংশের অ্যাডমিট কার্ডের ছবি শান্তনুর মোবাইলে ছিল। এগুলি কীভাবে তাঁর কাছে গেল, তা খোঁজ নেওয়া হচ্ছে। এছাড়া তাঁর দু’টি মোবাইল থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ নথি মিলেছে, যেগুলি সাধারণভাবে তাঁর কাছে থাকার কথা নয়। তাছাড়া, অভিযুক্তের বাড়ি থেকে ৩০০ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা মিলেছে। তার মধ্যে অনেকের চাকরিও হয়েছে। দুর্নীতির ব্যাপকতা বোঝাতে ইডির আইনজীবী ফিরোজ এডুলজি বিষয়টিকে হিমালয় পর্বতের সঙ্গে তুলনা করেন।  ইডির তরফে আরও বলা হয়, শান্তনু যদি সম্পত্তির বিষয়ে কিছু না-ই জানেন, তাহলে তাঁর স্ত্রীকে তদন্তের আওতায় আনতে হবে। শান্তনুর আইনজীবী রাজেন্দ্র রায়চৌধুরী বলেন, তাঁর মক্কেল স্থাবর-অস্থাবর সম্পত্তির সমস্ত নথি পেশ করেছেন। আয়কর রিটার্নে উল্লেখ করা হয়েছে সবকিছু। তাঁকে ছ’বার ডাকা হয়েছে। তখন কেন গ্রেপ্তার করা হল না? যদিও বিচারক বলেন, কবে গ্রেপ্তার করতে হবে, সেটা আপনাদের বলতে হবে না। দু’পক্ষের সওয়ালের পর বিচারক শান্তনুকে আগামী ২৪ মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন। আদালত থেকে বেরনোর সময় সাংবাদিকদের কাছে শান্তনু দাবি করেন, কুন্তল ঘোষই নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড। বাইরের দেশে টাকা পাচার করেছেন ওই যুবনেতা। যদিও তদন্তকারীদের কাছে দেওয়া বয়ানে কুন্তল আগেই দাবি করেছেন, নগদ এক কোটি টাকা তিনি শান্তনুকে দিয়েছেন। 
  • Link to this news (বর্তমান)