• জঙ্গল সংলগ্ন অঞ্চলে উচ্চ মাধ্যমিকের জন্য বিশেষ ব্যবস্থা পরীক্ষার্থীদের নিরাপদে পৌঁছে দিতে ৪২টি স্থানে ৮৫টি গাড়ি
    বর্তমান | ১৪ মার্চ ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: আজ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। জঙ্গল লাগোয়া এলাকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল রাজ্য সরকার। বনদপ্তরের পক্ষ থেকে জঙ্গলপ্রধান জেলাগুলির প্রশাসনিক দপ্তরকে নির্দেশিকা পাঠানো হয়েছে। রাজ্যের মোট ৪২ জায়গায় মোট ৮৫টি গাড়িতে করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

    রাজ্যের কয়েকটি জেলায় জঙ্গলের ঘনত্ব যথেষ্ট। এই প্রসঙ্গে দক্ষিণবঙ্গের উল্লেখযোগ্য জেলাগুলি হল—দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া ও দুই মেদিনীপুর। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিস্তীর্ণ জঙ্গল রয়েছে। ওইসব অঞ্চলে মাঝেমধ্যেই হাতিসহ বিভিন্ন বন্যজন্তুর দেখা মেলে। মাধ্যমিক পরীক্ষা সবে শেষ হয়েছে। পরীক্ষা দিতে যাওয়ার পথে জলপাইগুড়িতে হাতির হানায় মৃত্যু হয় অর্জুন দাস নামে এক পরীক্ষার্থীর। এই ঘটনার পর রাজ্য বনদপ্তরের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তারপরেই জঙ্গলপ্রধান এলাকার পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। সেই উদ্যোগ সম্প্রসারিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, সোমবার বিকাল থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করে অভিভাবকদের বার্তা দেওয়া হয়েছে। জঙ্গল সংলগ্ন এলাকার পরীক্ষার্থীদের একটি জায়গায় থাকতে বলা হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে। সেখান থেকেই সরকারি গাড়িতে করে পরীক্ষার্থীদের নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। প্রত্যেক জেলাশাসকের অফিসে এবং শিক্ষা ও বনদপ্তরে এ বিষয়ে নির্দেশিকাও পাঠানো হয়েছে। রাজ্যে এরকম মোট ৪২টি জায়গা শনাক্ত করা হয়েছে এবং পরীক্ষার্থীদের জন্য ৮৫টি গাড়ি তৈরি রাখা হয়েছে।
  • Link to this news (বর্তমান)