• দূরপাল্লার ট্রেনে প্রবীণ নাগরিকদের ছাড় ফেরাতে প্রস্তাব স্থায়ী কমিটির
    বর্তমান | ১৪ মার্চ ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দূরপাল্লার ট্রেনে প্রবীণ নাগরিকদের কনসেশন ফেরানোর জন্য আবারও প্রস্তাব করল স্থায়ী কমিটি। এই নিয়ে দু’বার সুপারিশ গেল রেলমন্ত্রকের কাছে।  স্লিপার ও এসি থ্রি টায়ার কোচে কনসেশন চালুর সিদ্ধান্ত বিবেচনা করার অনুরোধ করা হয়েছে। সোমবার লোকসভায় ‘ডিমান্ডস ফর গ্রান্টস’ নিয়ে রিপোর্ট পেশ করেছে রেলের সংসদীয় স্থায়ী কমিটি। আর সেই রিপোর্টেই রেল বোর্ডকে কমিটি স্পষ্ট জানিয়েছে যে, দেশের কোভিড পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক। 

    পাশাপাশি, রেলের ‘নর্মাল গ্রোথ’ও হয়েছে। অর্থাৎ, এই রিপোর্টে রেলের সংসদীয় স্থায়ী কমিটি কার্যত বুঝিয়ে দিয়েছে যে, এই অবস্থায় অযথা ট্রেনের টিকিটে ছাড়ের ব্যবস্থা বন্ধ করে রাখার কোনও যুক্তি নেই। অন্যদিকে, রেলের ১০০ টাকা আয় করতে খরচের পরিমাণ (অপারেটিং রেশিও) নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে কমিটি। রিপোর্টে সংসদীয় স্থায়ী কমিটি জানিয়েছে, অতীতে দূরপাল্লার ট্রেনে ৬০ বছর বা তার বেশি বয়সি পুরুষ যাত্রীরা টিকিটে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পেতেন। আর ৫৮ বছর বা তার বেশি বয়সের মহিলা যাত্রীদের ক্ষেত্রে ছাড়ের পরিমাণ ছিল ৫০ শতাংশ। কিন্তু কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ২০২০ সালের ২০ মার্চ থেকে প্রবীণ নাগরিক সহ ট্রেনের টিকিটে প্রায় সব কনসেশন বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে শুধুমাত্র কয়েকটি ক্যাটেগরিতে তা চালু আছে। রেলের সংসদীয় স্থায়ী কমিটির বক্তব্য, পরিস্থিতি যেহেতু স্বাভাবিক হয়েছে, তাই অন্তত দূরপাল্লার ট্রেনের স্লিপার ও থার্ড এসি কোচে প্রবীণ নাগরিকদের জন্য ফের ছাড় চালু করা হোক। অন্যদিকে, ওই রিপোর্টে দেখা যাচ্ছে, ২০২১-’২২ অর্থবর্ষে রেলের অপারেটিং রেশিও ছিল ১০৭.৩৯। অর্থাৎ ১০০ টাকা আয়ে খরচের পরিমাণ ছিল ১০৭ টাকা ৩৯ পয়সা।
  • Link to this news (বর্তমান)