• এক পদ, এক পেনশন: বকেয়া নিয়ে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
    বর্তমান | ১৪ মার্চ ২০২৩
  • নয়াদিল্লি:  এক পদ এক পেনশন (ওআরওপি) নীতিতে প্রাক্তন সমরকর্মীদের বকেয়া পেনশন মেটানো নিয়ে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্র। সরকারকে সতর্ক করে আদালত বলেছে, প্রতিরক্ষা মন্ত্রক যেন আইন নিজের হাতে তুলে না নেয়। এর আগে গত ৯ জানুয়ারি শীর্ষ আদালত ওআরওপি-র বকেয়া প্রদানের জন্য ১৫ মার্চ পর্যন্ত কেন্দ্রকে সময় দিয়েছিল। কিন্তু গত ২০ জানুয়ারি মন্ত্রক এক বিবৃতি জারি করে চারটি বার্ষিক কিস্তিতে বকেয়া মেটানোর কথা জানায়। সোমবার অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি বলেন, অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের ওআরওপি বকেয়ার এক কিস্তি চুকিয়ে দিয়েছে কেন্দ্র। কিন্তু বাকিগুলির জন্য আরও কিছুটা সময় প্রয়োজন। এরপরই তীব্র অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও ঩বিচারপতি জে বি পারদিওয়ালার বেঞ্চ। উল্লেখ্য, ২০ জানুয়ারির বিজ্ঞপ্তির কথা জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল এক্স-সার্ভিসমেন মুভমেন্ট (আইইএসএম)। এই আর্জির শুনানিতে আদালত অবিলম্বে ওই বিজ্ঞপ্তি প্রত্যাহারের নির্দেশ দেয়। বেঞ্চ সাফ বলেছে, আগে ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার করুন। তারপর আরও সময়ের আবেদন নিয়ে ভাবা যাবে। কেন্দ্রের ওই বিজ্ঞপ্তি আদালতের নির্দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আদালত আরও বলেছে, সরকার একতরফাভাবে চার দফায় ওআরওপি-র বকেয়া প্রদানের কথা বলতে পারে না। এ ব্যাপারে কোন পদ্ধতি গ্রহণ করা হবে, প্রাপকদের কোন  অংশকে অগ্রাধিকার দেওয়া হবে এবং অর্থ প্রদানের পরিমাণ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে কেন্দ্রকে নোট তৈরি করতে বলেছে সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে বয়স্কদের অগ্রাধিকারের কথাও বলা হয়েছে। বেঞ্চ বলেছে, মামলা শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত চার লক্ষেরও বেশি পেনশন প্রাপকের মৃত্যু হয়েছে।
  • Link to this news (বর্তমান)