• কেন্দ্রীয় কর্মীদের ডিএ কত বাড়বে, কাল মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
    বর্তমান | ১৪ মার্চ ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ৩ শতাংশ? নাকি ৪ শতাংশ? এই নিয়ে দ্বিধায় মোদি সরকার। নতুন বছরে কেন্দ্রীয় কর্মীদের ডিএ (মহার্ঘ ভাতা) ঘোষণা করা হবে শীঘ্রই। জানুয়ারি মাস থেকে যে ডিএ কার্যকর হবে। সরকারি সূত্রের খবর, এখনও পর্যন্ত মনে করা হচ্ছে ৪ শতাংশ বাড়ছে ডিএ। অর্থাৎ বর্তমানের ৩৮ শতাংশ ডিএ বেড়ে হতে চলেছে ৪২ শতাংশ। তবে যেহেতু কেন্দ্রীয় সরকারের আর্থিক ঘাটতি বড়সড় আকার নিতে চলেছে চলতি আর্থিক বছরে, তাই শেষ পর্যন্ত ৪ শতাংশের পরিবর্তে বৃদ্ধি ৩ শতাংশ হতে পারে। আগামীকাল বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ডিএ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে। যদিও নতুন করে ৪ শতাংশ ডিএ ঘোষণার সিদ্ধান্ত কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর হলেও, বকেয়া তথা স্থগিত থাকা ডিএ মিটিয়ে দেওয়ার কোনও পরিকল্পনা নেই সরকারের। করোনাকালে ২০২০ সাল থেকে তিন কিস্তির ডিএ ছিল বকেয়া। সেই বকেয়া ডিএ দেওয়া হবে কিনা, তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলেছে। তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্পষ্টই জানিয়েছে যে, ওই বকেয়া ডিএ বলে আর কিছুই ঩বিবেচনা করা হচ্ছে না। সুতরাং আপাতত কয়েকদিনের প্রতীক্ষা যে, ডিএ কতটা বাড়বে? ৩ শতাংশ? নাকি ৪ শতাংশ? 
  • Link to this news (বর্তমান)